বিবাহবহির্ভূত সম্পর্ক তরুণ-তরুণীকে ল্যাম্পপোস্টে বেঁধে মারধর
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩ জুলাই,রবিবার,২০২২ | আপডেট: ০১:২৮ এএম, ২২ এপ্রিল,মঙ্গলবার,২০২৫

বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে তরুণ-তরুণীকে ল্যাম্পপোস্টের সঙ্গে বেঁধে বেধড়ক মারধরের ঘটনা ঘটেছে। এ সময় তাদেরকে লাঠি পেটা ও জুতা নিক্ষেপ করা হয়েছে। এ ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার।
প্রতিবেদনে আনন্দবাজার জানিয়েছে, পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরে এই ঘটনা ঘটেছে। পশ্চিম মেদিনীপুরের মনোহরপুরের বাসিন্দা বাপি শেখ নামে এক তরুণের সঙ্গে কুলদহ গ্রামের এক গৃহবধূর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে ওই তরুণীর বাড়িতে নিয়মিতই যাওয়া-আসা করতেন প্রেমিক বাপি।
এদিকে স্থানীয়দের বরাতে জি-নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় বাপি শেখের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন গাড়িচালক ভানু সিংয়ের স্ত্রী। স্বামী ভানু কাজে চলে গেলেই, ভানুর অনুপস্থিতিতে ফাঁকা বাড়িতে আসত বাপি। শুক্রবার রাতে বাপি গৃহবধূর বাড়িতে যান। এ সময় স্থানীয়রা তাদেরকে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পান। এতেই ঘটে বিপত্তি। স্থানীয়রা তাদেরকে ঘিরে ধরেন। এ নিয়ে এলাকায় সালিশিও বসানো হয়।
পরে মোড়লদের নির্দেশ অনুসারে, তাদের দু’জনকে ল্যাম্পপোস্টের সঙ্গে বেঁধে ফেলা হয়। এরপর বেধড়ক মারধর করা হয়। লাঠি ও জুতো দিয়েও পেটানো হয়। এদিকে অনেকেই এই ঘটনার ভিডিও করেন। পরে তা নিমিষেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। বিষয়টি পুলিশের নজরে আসে এবং তাড়াতাড়ি করে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে তাদেরকে উদ্ধার করে স্থানীয় ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করেনি পুলিশ। তবে বিষয়টি মোটেই ভালোভাবে নিচ্ছে না পুলিশ।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

বিবিসির প্রতিবেদনে এবার উঠে এলো আয়নাঘরের ভয়াবহ চিত্র

৩৬টি হামলায় শুধু নারী-শিশুদের হত্যা করেছে ইসরায়েল: জাতিসংঘ

যুক্তরাষ্ট্রের শুল্কনীতিতে নাটকীয় পরিবর্তন: ট্রাম্পকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার

বাংলাদেশের মঙ্গল ভারতের চেয়ে বেশি অন্য কেউ কামনা করে না: জয়শঙ্কর
