avertisements 2

নূপুর শর্মা এখন কোথায়

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৫ জুন, বুধবার,২০২২ | আপডেট: ১১:৫৮ এএম, ২৬ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

মহানবী (সা.)কে নিয়ে বিজেপির মুখপাত্র নূপুর শর্মার মন্তব্য ঘিরে বিতর্কে উত্তাল ভারতসহ পুরো মুসলিম বিশ্ব। মুসলিম দেশগুলোতে তোপের মুখে পড়েছে মোদী সরকার। ভারতের অভ্যন্তরে শুরু হয়েছে অশান্তি। বারবার কোণঠাসা হয়ে পড়ায় নূপুর শর্মাকে পার্টি থেকে বহিষ্কারও করেছে বিজেপি। 

এখানেই শেষ নয়, তার বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআরও। কিন্তু এখন প্রশ্ন, যার মন্তব্যে বিতর্কের সূত্রপাত, বর্তমানে কোথায় রয়েছেন তিনি? উত্তর জানিয়েছে, ভারতীয় গণমাধ্যম জিনিউজ।

সূত্রের খবর, দিল্লি পুলিশের কড়া নিরাপত্তায় নিজের বাড়িতে স্বেচ্ছা গৃহবন্দি রয়েছেন তিনি। নিরাপত্তার কারণে তার বাড়ির আশেপাশে কাউকে ঘেঁষতে দিচ্ছে না দিল্লি পুলিশ। গত কয়েকদিনে, দেশের একাধিক জায়গায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। দেশের অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে। ফলে বাগ্মী নূপুর আজ নিরাপত্তার স্বার্থে নিজেকে অন্তরালে নিয়ে গেছেন।

তবে বিজেপির বহিষ্কৃত এই নেত্রীর অভিযোগ, তার কাছে একের পর এক হুমকি ফোন আসছে। এরপরই দিল্লি পুলিশের কাছে নিরাপত্তার জন্য আবেদন করেন তিনি। 

এছাড়াও সংবাদমাধ্যমের কাছে আবেদন করেন, তার বাড়ির ঠিকানা এবং ফোন নম্বর জনসমক্ষে প্রকাশ করা না হয়। গোয়েন্দা সূত্রে খবর, প্রাণ সংশয় থাকায় নূপুর শর্মার বাড়ির চারপাশে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। সশস্ত্র পুলিশেরর পাশাপাশি, সাধারণ পোশাকের পুলিশও রাখা হয়েছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2