avertisements 2

ভালোবেসে নিজেকেই বিয়ে করছেন ভারতীয় তরুণী

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩ জুন,শুক্রবার,২০২২ | আপডেট: ০২:২৭ এএম, ১১ জানুয়ারী,রবিবার,২০২৬

Text

ভারতীয় এক তরুণী এবার নিজেকেই বিয়ে করা সিদ্ধান্ত নিয়েছেন। গুজরাটের ওই তরুণীর নাম ক্ষমা বিন্দু। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে বলছে, বরবিহীন এই বিয়েতে পূর্ণ সমর্থন রয়েছে তার বাবা-মায়েরও।

সংবাদমাধ্যমকে তরুণী বলেন, আমরা নিজেকে নিজে ভালোবাসতে পারি অথচ বিয়ে করতে পারবো না? আমি নিজেই নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসি এবং সেই বিষয়টি সবাইকে জানাতে আমার কোনো লজ্জা নেই। বিয়ের দিন ক্ষমা নিজের সাথে অঙ্গীকারবদ্ধ হবেন বলেও জানান। বলেন, সর্বদা নিজের পাশে থাকবো, যেমন জন্মেছি ঠিক তেমন করেই নিজেকে মেনে নেব। বিয়েতে এরচেয়ে বেশি আর কী চাওয়ার থাকতে পারে?

ক্ষমা বলেন, আমরা নিজেকে নিজে ভালোবাসতে পারি অথচ বিয়ে করতে পারবো না? ক্ষমা বলেন, আমার নিজগামী (সলোগামি) হওয়ার একটি উদ্দেশ্য রয়েছে। আমি দেখিয়ে দিতে চাই, মেয়েরা পুরুষের ওপর নির্ভরশীল নয়, তারাও স্বয়ংসম্পূর্ণ। আগামী ১১ জুন গুজরাটের একটি মন্দিরে নিজেকে বিয়ে করবেন ক্ষমা। বিয়ের পর হানিমুনেও যাবেন তিনি।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2