ভালোবেসে নিজেকেই বিয়ে করছেন ভারতীয় তরুণী
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩ জুন,শুক্রবার,২০২২ | আপডেট: ০৫:৪১ পিএম, ২১ এপ্রিল,সোমবার,২০২৫

ভারতীয় এক তরুণী এবার নিজেকেই বিয়ে করা সিদ্ধান্ত নিয়েছেন। গুজরাটের ওই তরুণীর নাম ক্ষমা বিন্দু। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে বলছে, বরবিহীন এই বিয়েতে পূর্ণ সমর্থন রয়েছে তার বাবা-মায়েরও।
সংবাদমাধ্যমকে তরুণী বলেন, আমরা নিজেকে নিজে ভালোবাসতে পারি অথচ বিয়ে করতে পারবো না? আমি নিজেই নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসি এবং সেই বিষয়টি সবাইকে জানাতে আমার কোনো লজ্জা নেই। বিয়ের দিন ক্ষমা নিজের সাথে অঙ্গীকারবদ্ধ হবেন বলেও জানান। বলেন, সর্বদা নিজের পাশে থাকবো, যেমন জন্মেছি ঠিক তেমন করেই নিজেকে মেনে নেব। বিয়েতে এরচেয়ে বেশি আর কী চাওয়ার থাকতে পারে?
ক্ষমা বলেন, আমরা নিজেকে নিজে ভালোবাসতে পারি অথচ বিয়ে করতে পারবো না? ক্ষমা বলেন, আমার নিজগামী (সলোগামি) হওয়ার একটি উদ্দেশ্য রয়েছে। আমি দেখিয়ে দিতে চাই, মেয়েরা পুরুষের ওপর নির্ভরশীল নয়, তারাও স্বয়ংসম্পূর্ণ। আগামী ১১ জুন গুজরাটের একটি মন্দিরে নিজেকে বিয়ে করবেন ক্ষমা। বিয়ের পর হানিমুনেও যাবেন তিনি।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

বিবিসির প্রতিবেদনে এবার উঠে এলো আয়নাঘরের ভয়াবহ চিত্র

৩৬টি হামলায় শুধু নারী-শিশুদের হত্যা করেছে ইসরায়েল: জাতিসংঘ

যুক্তরাষ্ট্রের শুল্কনীতিতে নাটকীয় পরিবর্তন: ট্রাম্পকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার

বাংলাদেশের মঙ্গল ভারতের চেয়ে বেশি অন্য কেউ কামনা করে না: জয়শঙ্কর
