কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন বিমানের, উদ্ধারে গিয়ে দেখা যায়, ঘুমাচ্ছেন পাইলট!
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২ জুন,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১০:০৬ এএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪
চলন্ত বিমানের সাথে হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কন্ট্রোল রুমের। অনেক চেষ্টা করেও প্রায় ১০ মিনিট ধরে কোনো রকমেই যোগাযোগ পুনঃস্থাপন করতে না পেয়ে বিমানটি উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়। তবে উদ্ধারে গিয়ে দেখা যায়, ককপিটে চেয়ারে বসেই ঘুমিয়ে পড়েছেন পাইলট ও তার সহকারী পাইলট। সম্প্রতি এ ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। খবর এনডিটিভির।
জানা গেছে, নিউ ইয়র্ক থেকে রোমের উদ্দেশে যাত্রা করছিল আইটিএ-র বিমানটি। তবে মাঝপথে চালকদের সাথে সব ধরনের যোগাযোগ হারিয়ে ফেলে কন্ট্রোল রুম। প্রায় ১০ মিনিট ধরে পাইলটদের সাথে যোগাযোগের চেষ্টা করার পরও যখন ব্যর্থ হয়, তখন ধরে নেয়া হয় বিমানটিকে অপহরণ করা হয়েছে। আর এরপরই সেটিকে উদ্ধারে দু’টি ফাইটার জেট পাঠানো হয়। কিন্তু উদ্ধারে গিয়ে দেখা যায়, ককপিটে নিজ নিজ আসনে ঘুমিয়ে পড়েছিলেন দুই চালক।