ডলারের সাপেক্ষে পাকিস্তানি টাকার দরে রেকর্ড পতন, চাপে নতুন শাহবাজ-সরকার
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১১ মে,
বুধবার,২০২২ | আপডেট: ১২:৫৫ পিএম, ২১ এপ্রিল,সোমবার,২০২৫

ডলারের সাপেক্ষে তলানিতে ঠেকল পাকিস্তানি টাকার দর। এর আগে কখনও পাকিস্তানের টাকার দর এত নীচে নামেনি। পাকিস্তানের স্থানীয় সংবাদ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার এক ধাক্কায় ৮২ পয়সা কমে বর্তমানে পাকিস্তানি টাকায় এক ডলারের দর ১৮৮ টাকা ৩৫ পয়সা। ফরেক্স ডিলারদের দাবি, লাহৌরের খোলাবাজারে এক ডলার পাকিস্তানের ১৮৯ টাকার উপরে বিক্রি হচ্ছে।
প্রসঙ্গত, একটি দেশের অর্থনৈতিক অবস্থা বোঝা যায় সেই দেশের কাছে কত বিদেশি মুদ্রা আছে তার উপর। ২৩ এপ্রিলের রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অব পাকিস্তানের কাছে বিদেশি মুদ্রার ভাঁড়ার তলানিতে ঠেকেছে। অর্থনৈতিক বিশেষজ্ঞদের দাবি, বিদেশি মুদ্রার সঞ্চয় তলানিতে ঠেকায় পাকিস্তানের অর্থনীতির উপর ব্যাপক চাপ পড়তে পারে।
সদ্য পাকিস্তানের প্রধানমন্ত্রীর গদি হারিয়েছেন ইমরান খান। অনাস্থা ভোটের মাধ্যমে ইমরানকে পদ থেকে সরিয়ে নতুন প্রধানমন্ত্রী এখন শাহবাজ শরিফ। প্রধানমন্ত্রী হয়েই শাহবাজ জানিয়েছিলেন, তাঁর সরকার ইমরান-সরকারের মতো ‘দুর্নীতিগ্রস্ত’ হবে না। পাকিস্তানের অর্থনীতির উন্নয়ন হবে বলেও তিনি দাবি করেছিলেন। কিন্তু এহেন অর্থনৈতিক পরিস্থিতিতে শাহবাজ সরকারের পক্ষে ঘুরে দাঁড়ানো কঠিন হতে পারে বলেও সংশ্লিষ্ট মহলের বিশেষজ্ঞেরা মনে করছেন।
সম্প্রতি ডলারের সাপেক্ষে রেকর্ড তলানিতে পৌঁছয় ভারতীয় মুদ্রার দরও। এক দিন ৫৪ পয়সা বেড়ে ১ ডলারের দর দাঁড়িয়েছে ৭৭.৪৪ টাকা। এই মুহূর্তে ভারতের এক টাকার মূল্য দু’টাকা ৪৫ পয়সা পাকিস্তানি টাকা।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

বিবিসির প্রতিবেদনে এবার উঠে এলো আয়নাঘরের ভয়াবহ চিত্র

৩৬টি হামলায় শুধু নারী-শিশুদের হত্যা করেছে ইসরায়েল: জাতিসংঘ

যুক্তরাষ্ট্রের শুল্কনীতিতে নাটকীয় পরিবর্তন: ট্রাম্পকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার

বাংলাদেশের মঙ্গল ভারতের চেয়ে বেশি অন্য কেউ কামনা করে না: জয়শঙ্কর
