ক্লাসরুমের মধ্যে ছাত্রীর সঙ্গে তুমুল নাচ সুন্দরী শিক্ষিকার, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১ মে,রবিবার,২০২২ | আপডেট: ০৯:৩৩ এএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪
ক্লাসের মধ্যে বেশ নাচ করছিল এক ছাত্রী। তা দেখে আর নিজেকে সামলাতে পারলেন না শিক্ষিকা। উৎসাহ দিল বাকি পড়ুয়ারাও। তারপর আর কী! শিক্ষিকা নিজেই শুরু করে দিলেন নাচ। অবাক হয়ে তা দেখল গোটা ক্লাস!
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই এক ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, ক্লাসের মধ্যে হরিয়ানভি গানে নাচছে এক স্কুল ছাত্রী। তার সঙ্গে পায়ে পায়ে তাল মিলিয়ে কোমর দোলাচ্ছেন এক শিক্ষিকাও। মুগ্ধ হয়ে তা দেখছে ক্লাসের বাকিরা৷
জানা গিয়েছে, এমন কাণ্ড ঘটেছে দিল্লির এক সরকারি স্কুলে। স্কুলে ইংরেজির ক্লাস চলাকালীন একটু স্বাদ বদল করে ওই ছাত্রীকে নাচার কথা বলেন শিক্ষিকা। তা শুনে নাচ শুরুও করে ছাত্রীটি। তখনই ক্লাসের বাকিরা ওই শিক্ষিকাকেও নাচের জন্য আবদার জানান৷ আর শিক্ষিকাও সেই আবদার মেনে নাচতে শুরু করে দেন।
জানা গিয়েছে, ওই শিক্ষিকার নাম মানু গুলাটি৷ তিনিই এরপর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ভিডিওটি। ট্যুইটারে তিনি লেখেন, `পড়ুয়ারাও কখনও কখনও শিক্ষক হতে ভালোবাসে। রোল রিভার্সাল তাদের খুব পছন্দের। `ম্যাম, আপনিও নাচুন, আমি শেখাবো।` ইংরেজি ক্লাসে ক্লাসের ফাঁকে হরিয়ানভি গানের তালে নাচ। আমাদের স্কুলের কিছু টুকরো মুহূর্ত।`