বিষাক্ত ফেনায় চরম বিপাকে কলম্বিয়ার রাজধানীর বাসিন্দারা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৯ এপ্রিল,শুক্রবার,২০২২ | আপডেট: ০৪:৩৬ এএম, ৯ আগস্ট,শনিবার,২০২৫

কলম্বিয়ার রাজধানী বোগোতায় দূষিত নদী উপচে পড়া বিষাক্ত ফেনা গড়িয়ে পড়ছে সড়ক থেকে শুরু করে বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে। সেসব ফেনার দুর্গন্ধে মানুষ এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছে। কমিউনিটি নেতা লাজ মারিয়েলা গোমেজ জানান, গন্ধ ভয়াবহ রূপ নিয়েছে। দীর্ঘদিন ধরে এই ফেনার দুর্গন্ধ সহ্য করছি।
আমরা ঝুঁকির মধ্যে আছি। কেউ একজন পড়ে যেতে পারে আর আমরা তাকে খুঁজে নাও পেতে পারি। বোগোতার আবাসিক এলাকা মসকুয়েরায় ফুটপাত ফেনায় ঢেকে গেছে। স্থানীয় পরিবেশবাদী কর্তৃপক্ষ জানিয়েছে, গত কয়েক বছর ধরে শহরটিতে বেশ কয়েকবার এই দূষিত ফেনা দেখা গেছে। নদীতে বর্জ্য, রাসায়নিক এবং ডিটারজেন্ট ফেলার কারণে এই ফেনার পরিমাণ ক্রমেই বাড়ছে। এর সঙ্গে যোগ হয়েছে ভারি বৃষ্টি।
মসকুয়েরার মেয়র জিয়ান জেরোমেত্তা দাবি করেছেন, এই দূষণের আংশিক কারণ নদীতে গাছ আটকে প্রবাহ বন্ধ হয়ে যাওয়া। তিনি বলেন, আমরা ঝুঁকি সম্পর্কে অবগত আছি। এই পরিস্থিতি আরো সংকটজনক হতে পারে। ফেনার কারণে শ্বাসকষ্ট এবং ত্বকে জ্বালাপোড়া হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।