avertisements 2

ইমরানের ভাগ্য নির্ধারণ আজ, ইসলামাবাদে ১৪৪ ধারা জারি

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩ এপ্রিল,রবিবার,২০২২ | আপডেট: ০১:১৬ এএম, ২৬ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

আজ ভাগ্য নির্ধারিত হবে ইমরান খানের। সরকার বাঁচানোর জন্য যে সংখ্যার প্রয়োজন তা ইমরানের হাতে নেই। তবে কি আস্থা ভোটে আজ গদি হারাতে হবে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে? এ অবস্থায় তরুনেদের রাজপথে নামার আহবান জানিয়েছেন, ইমরান খান। এদিকে অধিবেশন ঘিরে সংঘাতের আশঙ্কায় রাজধানী ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

ক্ষমতায় থাকতে হলে তেহরিক-ই-ইনসাফের নেতা ইমরান খানকে মোট ৩৪২ আসনের জাতীয় পরিষদের অন্তত ১৭২ জন সদস্যের সমর্থন নিশ্চিত করতে হবে। কিন্তু তাঁর বিরোধীরা এরই মধ্যে ১৯৯ জন সদস্যকে পক্ষে টেনে ফেলেছে বলে দাবি করা হচ্ছে।

শুধু বিরোধীরা নয়, ইমরানের অস্বস্তি বাড়িয়েছিলেন তার নিজের দলের কিছু সদস্যই। ইমরানের জোট সরকারের অন্যতম শরিক দল এমকিউএম গত বুধবার বিরোধী শিবিরে যোগ দেয়। পরে আরো কয়েকজন যোগ দেয়ায় দল আরো ভারী হয়েছে বিরোধীদের। গণিতের অমোঘ হিসাব উল্টে দিতে বড় ধরনের চমক ছাড়া কোনো উপায় দৃশ্যমান নয়।

তবে দমে যেতে নারাজ ইমরান। দেশবাসীর কাছেই ভরসা খুঁজছেন তিনি। ইমরান খান তাঁর দেশের তরুণ সমর্থকদের রাস্তায় নেমে শন্তিপূর্ণ প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন। তিনি দাবি করেছেন, তার বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে।

বিরোধী দল পিএমএলের নেতা শাহবাজ শরিফ গত ২৮ মার্চ পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব উত্থাপন করেছিলেন। গণমাধ্যমের দাবি, ভোটে ইমরান খান হেরে গেলে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন পাকিন্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শেহবাজ শরিফ।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2