avertisements 2

নিষিদ্ধ আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া!

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৬ মার্চ,শনিবার,২০২২ | আপডেট: ০৫:০৫ পিএম, ২৬ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

নিষিদ্ধ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এমন দাবি করেছেন প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা। সিউল বলেছে, দূরপাল্লার ক্ষেপণাস্ত্রটি জাপানের জলসীমায় পড়েছে।খবর রয়টার্স এর।

ক্ষেপণাস্ত্রটি সমুদ্রে পড়ার আগে এক ঘণ্টারও বেশি সময় ধরে ওড়ে। ধারণা করা হচ্ছে, এটি ৬ হাজার কিলোমিটারের বেশি উচ্চতায় উঠেছিল। জাপানের কর্মকর্তারা ধারণা করছেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি ১ হাজার ১০০ কিলোমিটারের বেশি দূরে পৌঁছানোর সক্ষমতা রাখে, যা যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারে। ২০১৭ সালে শেষবার উত্তর কোরিয়াকে এ ধরনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়তে দেখা যায়। তবে নতুন করে ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়ে উত্তর কোরিয়ার পক্ষ থেকে তাত্ক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ গতকাল বৃহস্পতিবার বলেন, ‘উত্তর কোরিয়া থেকে ছোড়া ‘অপরিচিত প্রজেক্টাইল’ ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে সিউল। এটি সম্ভবত দূরপাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম)।’

চলতি বছরের জানুয়ারিতে রেকর্ড-সংখ্যক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এছাড়া দেশটি গত ২৭ ফেব্র‚য়ারি এবং ৫ মার্চ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় বলে দাবি করে যুক্তরাষ্ট্র। জাতিসংঘ উত্তর কোরিয়ার পারমাণবিক বোমা ও ক্ষেপণাস্ত্র নির্মাণ ও পরীক্ষার কাজে নিষেধাজ্ঞা জারি করে। নিষেধাজ্ঞা সত্ত্বেও একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে কিম জং উনের দেশটি।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2