চূড়ান্ত হামলার আগেই ফুরিয়ে যাবে রাশিয়ার অস্ত্র!
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৬ মার্চ,
বুধবার,২০২২ | আপডেট: ০৯:১৮ এএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪
মঙ্গলবার সকাল থেকেই কিভের উপর রুশ যুদ্ধবিমান হামলা শুরু করেছে। বিমান প্রস্তুতকারক সংস্থা অ্যান্টোনোভ সিরিয়াল প্রোডাকশন প্ল্যান্টের উপর একের পর এক গোলাবর্ষণ হয়েছে। ইউক্রেনের দাবি, মঙ্গলবারের এই হামলায় দুই নাগরিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো সাতজন।
এরই মধ্যে চূড়ান্ত হামলা চালানোর আগেই ফুরিয়ে যেতে পারে রাশিয়ার গোলাবারুদ এবং সৈন্যবল। এমনই চাঞ্চল্যকর দাবি করলেন আমেরিকার সাবেক সেনাকর্তা লেফটেন্যান্ট জেনারেল বেন হজেস। তার মতে, চূড়ান্ত লক্ষ্য বলতে যা বোঝায়, সেই লক্ষ্যে পৌঁছাতে রাশিয়ার সময় লাগবে আরো ১০ দিন। কিন্তু সেখানে পৌঁছাতেই রাশিয়ার হাতে না থাকবে গোলা, না থাকবে কোনো সৈন্যবল!
ইতোমধ্যেই যুদ্ধের ১৯ দিন অতিক্রান্ত। রুশ হামলার তেজ বেড়েই চলেছে ইউক্রেনের শহরগুলোতে। এক একটি শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শহরের পর শহর ছেড়ে লাখ লাখ লোক পালাচ্ছেন প্রতিবেশী দেশ পোল্যান্ড, হাঙ্গেরি ও রোমানিয়ায়।