করোনায় আক্রান্ত বারাক ওবামা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৪ মার্চ,সোমবার,২০২২ | আপডেট: ০৬:৫৪ এএম, ১২ জানুয়ারী,রবিবার,২০২৫
করোনায় আক্রান্ত হবার বিষয়টি বারাক ওবামা নিজেই নিশ্চিত করেছেন। এক টুইটে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, কয়েকদিন ধরে আমার খুসখুসে কাশি ছিল। পরীক্ষায় করোনা সংক্রমণ ধরা পড়ে। তবে আমি এখনও ভাল বোধ করছি। টুইটে ওবামা জানান, সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামাও করোনার পরীক্ষা করিয়েছিলেন। তবে তার ফলাফল নেগেটিভ এসেছে।
মার্কিনিদের করোনাভাইরাসের টিকা নিতে উৎসাহিত করে তিনি বলেন, মিশেল ও আমি টিকা নিয়েছি। বুস্টার ডোজও নিয়েছে। আপনি যদি ইতোমধ্যে টিকা না নিয়ে থাকেন তবে আপনাকে টিকা নেওয়ার কথা স্মরণ করিয়ে দিচ্ছি এবং টিকা নিতে উৎসাহিত করছি। এমনকি সংক্রমণ যদি কমেও যায় তবুও টিকা নিন।