৫ সহকর্মীকে গুলি করা হত্যা করলো বিএসএফ সদস্য
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৭ মার্চ,সোমবার,২০২২ | আপডেট: ০১:০৭ এএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪
ভারতে পাঞ্জাবে আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি করে চার সতীর্থকে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্য। এঘটনায় গুলি বিদ্ধ হয়ে নিহত হয়েছে ঘাতক বিএসএফ সদস্যও। রোববার (৬ মার্চ) সকালে ভারতের পাঞ্জাবের অমৃতসরে ঘটেছে এ ঘটনা। এতে নিহত হয়েছেন দেশটির সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের পাঁচ সদস্য।
জানা গেছে, অমৃতসরের খাসা গ্রামে বিএসএফ-এর ১৪৪ নম্বর ব্যাটালিয়নের যে মেস রয়েছে সেখানে ঘটনাটি ঘটে। সাতেপ্পা এসকে নামে বিএসএফ-র এক কনস্টেবল আচমকা সতীর্থদের নিশানা করে এলোপাতাড়ি গুলি চালান। এতে গুরুতর আহত হন অন্তত ১০ জন। দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ৫ জনকে মৃত ঘোষণা করেন। আহত আরও একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এদিকে আহতদের সবাইকে গুরু নানক দেব হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অনেকেই গুরুতর ভাবে জখম। তাঁদের চিকিত্সা চলছে।
দেশটির বিএসএফ কর্মকর্তারা একটি বিবৃতিতে বলেছেন, ‘৬ মার্চ অমৃতসরের সদর দপ্তরে ১৪৪ বিএন খাসাতে কনস্টেবল সাত্তেপ্পা এসকে নিজের সহকর্মীদের দিকে গুলি করেন। এতে পাঁচ বিএসএফ সৈন্য আহত হয়েছেন (পরে হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মৃত বলে ঘোষণা করা হয়)। এই ঘটনায় কনস্টেবল সাত্তেপ্পা এসকেও আহত হয়েছেন (পরে তিনিও মারা যান)। আহত ৬ জনের মধ্যে সাত্তেপ্পা সহ ৫ জন পরে হাসপাতালে প্রাণ হারিয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার সত্যতা ও কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।