avertisements 2

৩৫০০ রুশ সেনা নিহত, আটক ২০০: ইউক্রেন

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৭ ফেব্রুয়ারী,রবিবার,২০২২ | আপডেট: ১২:৫৭ এএম, ২৫ ডিসেম্বর, বুধবার,২০২৪

Text

তিন দিন ধরে ইউক্রেনে আক্রমণ চালিয়ে যাচ্ছে রাশিয়া। ইউক্রেনের সামরিক বাহিনী রাশিয়ার ক্ষয়ক্ষতির একটি হিসাব প্রকাশ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তারা দাবি করেছে, আক্রমণ চালাতে এসে তিন হাজার পাঁচ শতাধিক রুশ সেনা নিহত হয়েছে এবং অন্তত ২০০ জন আটক হয়েছে।

ইউক্রেনের সামরিক বাহিনী আরো দাবি করেছে, রাশিয়া এ পর্যন্ত ১৪টি বিমান, আটটি হেলিকপ্টার এবং ১০২টি ট্যাংক হারিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এ দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। তবে রাশিয়া এখন পর্যন্ত কোনো হতাহতের কথা স্বীকার করেনি। রুশ বাহিনী আজ শনিবার শহরে প্রবেশ করার পাশাপাশি ইউক্রেনের রাজধানী কিয়েভ বারবার বিস্ফোরণে কেঁপে উঠেছে।

কিয়েভের মহাসড়কে লড়াই শুরু হওয়ারও খবর বেরিয়েছে। এ পরিস্থিতিতেও ন্যাটো জোটের উপস্থিতি ইউক্রেনে দেখা যায়নি। ইউক্রেন পশ্চিমের সাহায্যের আকুল আবেদন জানালেও এখনো সেভাবে সাড়া মেলেনি।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2