avertisements 2

কৃষ্ণ সাগরে যেতে রাশিয়ার যুদ্ধজাহাজকে বাধা দিবে না তুরস্ক

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৬ ফেব্রুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ০৯:১০ এএম, ১৫ জানুয়ারী, বুধবার,২০২৫

Text

কৃষ্ণ সাগরে যেতে রাশিয়ার যুদ্ধজাহাজকে বাধা দিবে না বলে জানিয়েছে তুর্কি কর্তৃপক্ষ। ইউক্রেনের পক্ষ থেকে তুর্কি প্রণালীগুলোকে রুশ যুদ্ধজাহাজের জন্য বন্ধ করার অনুরোধ করা হলেও তা প্রত্যাখ্যান করা হয়েছে। শুক্রবার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুশওলু জানিয়েছেন, কৃষ্ণ সাগরে যেতে রাশিয়ার যুদ্ধজাহাজকে বাধা দিবে না তুরস্ক। যদিও ইউক্রেন চাচ্ছিল যে তুরস্কের প্রণালী ব্যবহার করে কোনো রুশ যুদ্ধজাহাজ যেন কৃষ্ণ সাগরে যেতে না পারে। কিন্তু আন্তর্জাতিক আইন অনুসারে তুরস্কের পক্ষে এটা সম্ভব না।

ইউক্রেন কর্তৃপক্ষ তুরস্ককে অনুরোধ করেছে, তুরস্কের দারদেনেলস এবং বসফরাস প্রণালী ব্যবহার করে কোনো রুশ যুদ্ধজাহাজ যেন কৃষ্ণ সাগরে যেতে না পারে। বৃহস্পতিবার রুশ কর্তৃপক্ষ স্থল, আকাশ ও সমুদ্রপথ ব্যবহার করে ইউক্রেনের ওপর সর্বাত্মক হামলা চালালে তুরস্ককে এমন অনুরোধ করা হয়।

ইউক্রেনে হামলা চালানোর সময় রুশ সেনারা কৃষ্ণ সাগর ও আজভ সাগর দিয়ে দেশটির বন্দরগুলোতে উপস্থিত হয়। ১৯৩৬ সালের মন্ট্রেক্স কনভেনশন অনুসারে দারদেনেলস ও বসফরাস প্রণালীর মালিকানা পায় তুরস্ক। একমাত্র যুদ্ধের সময় অথবা কোনো হুমকি থাকলে এ প্রণালীগুলোকে যুদ্ধজাহাজের জন্য বন্ধ রাখতে পারবে তুরস্ক।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2