পকেটে সূর্যমুখীর বীজ রাখো মরলে যেন তা গজায়
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৬ ফেব্রুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ০৯:২৩ পিএম, ৯ জানুয়ারী,শুক্রবার,২০২৬
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে রুশ সেনারা ইউক্রেনের বর্তমান সরকারকে উৎখাতে সর্বাত্মক অভিযান পরিচালনা করছে। শুরুতে ইউক্রেনের তিন দিক দিয়ে রুশ সেনারা হামলা করলেও হামলার দ্বিতীয় দিনে ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক মিসাইল হামলার মধ্য দিয়ে প্রবেশ করেছে রুশ সেনারা। শহরজুড়ে রুশ বাহিনীর সাঁজোয়া যান ও ট্যাংকের মহড়ায় স্তব্ধ হয় আছে গোটা ইউক্রেন।
তবু এর মধ্যেই ইউক্রেনে রাশিয়ার আক্রমণের প্রথম দিন সামাজিক যোগাযোগমাধ্যমে এক সাহসী নারী প্রশংসায় ভাসছেন। ভারী অস্ত্রে সজ্জিত এক রুশ সেনাকে দৃঢ়তার সঙ্গে মোকাবিলা ও মৃত্যুর পর যেন গজায় সেজন্য সূর্যমুখীর বীজ দেওয়ার প্রস্তাবের পর তার প্রশংসা করা হচ্ছে। ভিডিওটি অনলাইনে শেয়ার করেছে ইন্টারনিউজ ইউক্রেন। এটি কিয়েভভিত্তিক স্বতন্ত্র দাতব্য মিডিয়া। আপলোডের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এটি ভাইরাল হয়েছে। ভিউ হয়েছে বিশ লাখের বেশি।
গত বৃহস্পতিবার রুশ সেনার সঙ্গে ওই নারীর কথোপকথন ক্যামেরায় ধরা পড়ে। ইউক্রেনে রুশ হামলার প্রথম দিন ছিল তা। ইউক্রেন জানিয়েছে, প্রথম দিনের যুদ্ধে তাদের ১৩৭ জন নিহত হয়েছে। ভিডিওতে ওই নারী রুশ সেনাকে জিজ্ঞেস করেন, ‘কে তুমি?’ রাস্তায় দাঁড়ানো সেনা বলেন, ‘আমরা এখানে মহড়ায় আছি। দয়া করে এই পথে চলে যান।’ ওই সেনা রাশিয়ার কিনা জিজ্ঞেস করার পর নারী বলেন, ‘তাহলে তুমি এখানে কী করছো?’ এ সময় রুশ সেনা তাকে শান্ত করার চেষ্টা করলে তিনি বলেন, তোমরা দখলদার, তোমরা ফ্যাসিবাদী! এসব অস্ত্র নিয়ে আমাদের মাটিতে তোমরা কী করছ? ওই নারী আরও বলেন, ‘এই বীজগুলো নাও, তোমার পকেটে রাখো। যাতে এখানে তোমার যখন মৃত্যু হবে, তখন অন্তত ইউক্রেনের মাটিতে সূর্যমুখী গজাবে।’ তিনি রুশ সেনাকে সূর্যমুখীর বীজ নেওয়ার জন্য বলতে থাকেন। এটি ইউক্রেনের জাতীয় ফুল।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
‘আমরা আমেরিকান হতে চাই না’: হুমকির জবাবে গ্রিনল্যান্ডের রাজনীতিকরা
ইরানে হামলার ব্যাপারে গুরুত্বের সঙ্গে ভাবছেন ট্রাম্প
আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই : ট্রাম্প
মার্কিন চাপে ‘বিপুল সংখ্যক’ রাজনৈতিক বন্দি মুক্তি শুরু করলো ভেনেজুয়েলা





