যুদ্ধ শুরু! ইউক্রেনের সৈন্য নিহত
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২১ ফেব্রুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ০২:০২ এএম, ২৩ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
ইউক্রেনিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, রুশপন্থী বিদ্রোহীদের সাথে গোলাগুলিতে তাদের এক সৈন্য নিহত হয়েছে। শনিবার সকালে পূর্ব ইউক্রেনে দায়িত্বরত ওই সৈন্য নিহত হয় বলে সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়।
সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, শনিবার মোট ১৯ দফা রুশপন্থী বিদ্রোহীরা যুদ্ধবিরতি ভঙ্গ করে। এর আগের ২৪ ঘণ্টায় মোট ৬৬ দফা যুদ্ধবিরতি ভঙ্গ করে বিদ্রোহীরা। সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, ভারী কামান ব্যবহার করে ইউক্রেনের মোট ২০টি বসতিতে গোলা বর্ষণ করেছে বিদ্রোহীরা।
এর আগে বৃহস্পতিবার থেকে ইউক্রেন সরকার ও বিদ্রোহীদের মধ্যে গোলাগুলি শুরু হয়। গোলাগুলির জন্য দুই পক্ষই পরস্পরকে দায়ী করছে। যুদ্ধের আশঙ্কায় বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকা থেকে বেসামরিক লোকদের রাশিয়ায় সরিয়ে নেয়া হয়েছে।
২০১৪ সালে ইউক্রেনে রুশপন্থী সরকারের পতনের পর রাশিয়া দেশটিতে আগ্রাসন চালিয়ে ক্রিমিয়া অঞ্চলটি দখল করে নেয়। পাশাপাশি মস্কোর পৃষ্ঠপোষকতায় পূর্ব ইউক্রেনে বিপুল অঞ্চল দখল করে নেয় বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী গোষ্ঠী।
পূর্ব ইউক্রেনে রুশপন্থী বিদ্রোহীরা দুই রাষ্ট্র ‘দনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপালিক’ প্রতিষ্ঠা করে। রাশিয়া ছাড়া আর কোনো দেশ ওই দুই রাষ্ট্রকে স্বীকৃতি দেয়নি।