জাতিসংঘে ক্ষুধার্ত গাজাবাসীর করুণ চিত্র দেখালেন এরদোগান
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৪ সেপ্টেম্বর,
বুধবার,২০২৫ | আপডেট: ০৯:০৩ এএম, ৩ অক্টোবর,শুক্রবার,২০২৫

ছবি : সংগৃহীত
জাতিসংঘের সাধারণ অধিবেশনে ক্ষুধার্ত গাজাবাসীর ছবি প্রদর্শন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি বলেন, ‘এটাই গাজার বাস্তবতা—এটিকে অন্যভাবে ব্যাখ্যা করার সুযোগ নেই।’
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে অধিবেশনের উদ্বোধনী দিনে বক্তব্য দেন এরদোগান। তাঁর বক্তৃতার প্রথম অংশ জুড়ে ছিল ফিলিস্তিন ইস্যু।
এক ছবিতে দেখা যায়, ক্ষুধার্ত নারীরা হাঁড়ি-বালতি হাতে খাবারের জন্য অপেক্ষা করছেন। আরেক ছবিতে দেখা যায়, তীব্র অপুষ্টিতে ভোগা একটি শিশু। এরদোগান প্রশ্ন তুলেন, ‘শিশুরা যখন অনাহারে ও ওষুধের অভাবে মারা যাচ্ছে, তখন আমরা কীভাবে নীরব থাকতে পারি?’
তিনি এই পরিস্থিতিকে ‘সম্পূর্ণ গণহত্যা’ বলে উল্লেখ করে এর দায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর ওপর চাপান। এ সময় আন্তর্জাতিক সম্প্রদায়কে নীরবতা ভাঙার আহ্বান জানান তিনি।
এরদোগান বলেন, ‘শুধু নিজের বিবেককে প্রশ্ন করুন। ২০২৫ সালে এই বর্বরতার জন্য কোনো যুক্তি থাকতে পারে? এই লজ্জাজনক দৃশ্য ২৩ মাস ধরে গাজার চিত্র।’
এছাড়া তিনি জানান, গাজায় ইসরায়েলি হামলায় ইতোমধ্যেই ২৫০ জনের বেশি সাংবাদিক নিহত হয়েছেন, যা মূলত গণমাধ্যমকে স্তব্ধ করার চেষ্টা। কিন্তু প্রবেশপথ বন্ধ করে রাখলেও গণহত্যা আড়াল করা সম্ভব হয়নি।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

ভারত ভ্রমণে বাধ্যতামূলক করা হলো নতুন নিয়ম, ১ অক্টোবর থেকে কার্যকর

ঝড় উপেক্ষা করে ফ্লোটিলায় শহিদুল আলম কেমন আছেন, জানালেন নিজেই

কাশির সিরাপ খেয়ে দুই শিশুর মৃত্যু: নিরাপদ প্রমাণে খেয়ে ডাক্তারও অজ্ঞান!

ইসরায়েলি হামলার ঘটনায় কাতারের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
