ইসরায়েলের বিরুদ্ধে ‘যুদ্ধ শুরু’ ঘোষণা খামেনির
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৮ জুন,
বুধবার,২০২৫ | আপডেট: ০৩:০৩ এএম, ১৩ জুলাই,রবিবার,২০২৫

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার ‘এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে ‘যুদ্ধ শুরু’ হওয়ার ঘোষণা দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবির পরপরই আলী খামেনি তার পোস্টে বলেছেন, ‘মহান হায়দারের নামে, যুদ্ধ শুরু হচ্ছে।’
উল্লেখ্য, ‘হায়দার’ নামটি প্রায়শই হযরত আলীর জন্য ব্যবহৃত হয়, যাকে শিয়া মুসলমানরা প্রথম ইমাম ও নবী মুহাম্মদের উত্তরসূরি হিসেবে শ্রদ্ধা করে। এই নামের ব্যবহার ইরানের শিয়া সম্প্রদায়ের মধ্যে একটি শক্তিশালী প্রতীকী বার্তা বহন করে।
ইরানের নেতা এক্স অ্যাকাউন্টে এই বার্তা পোস্ট করে লিখেছেন, ‘সন্ত্রাসী ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানাতে হবে আমাদের। আমরা ইহুদিবাদীদের প্রতি কোনো দয়া দেখাব না।’
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১২ জুন) ভোরে ইসরায়েলি হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফস অফ স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি ও ইসলামিক রেভ্যুলিউশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামিসহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা নিহত হন। এছাড়া ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষস্থানীয় ছয়জন পরমাণু বিজ্ঞানীও নিহত হয়েছেন। এই হামলার প্রতিক্রিয়ায় ইরানের পক্ষ থেকে কঠোর প্রতিশোধের হুমকি দেওয়া হয়। পরে ইরানের পক্ষ থেকে পাল্টা হামলা করা হয় ইসরায়েলে। এরপর থেকে দুই পক্ষই একে অপরের ওপরে হামলা অব্যাহত রেখেছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

কোথা থেকে এতো সুন্দর ইংরেজি বলা শিখলেন: লাইবেরিয়ার প্রেসিডেন্টকে প্রশ্ন ট্রাম্পের

হাসিনাকন্যা সায়মা ওয়াজেদ পুতুল বাধ্যতামূলক ছুটিতে

“আমরা আইসিসিকে কোনো স্বীকৃতি দেই না” — গ্রেফতারি পরোয়ানার বিষয়ে জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ

গাজায় পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ৫ ইসরাইলি সেনা নিহত
