বাংলাদেশের পাঠ্যবইয়ের তথ্য এবং মানচিত্র নিয়ে চীনের আপত্তি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১০ ফেব্রুয়ারী,সোমবার,২০২৫ | আপডেট: ০২:১১ এএম, ১৯ জুলাই,শনিবার,২০২৫

বাংলাদেশের দুটি পাঠ্যবই ও জরিপ অধিদপ্তরের ওয়েবসাইটে এশিয়ার মানচিত্রে অরুণাচল প্রদেশ ও আকসাই চীনকে ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছে বলে অভিযোগ করেছে চীন। বেইজিং বলছে, প্রাচীনকাল থেকেই এগুলো চীনের অংশ। তাদের মতে, এটি স্পষ্টত ‘তথ্য বিভ্রাট'। বেইজিং আরও অভিযোগ করেছে যে, বাংলাদেশের পাঠ্যবই ও জরিপ অধিদপ্তরের ওয়েবসাইটে হংকং এবং তাইওয়ানকে চীনের অংশ না দেখিয়ে স্বতন্ত্র দেশ হিসেবে দেখানো হয়েছে। যা অসত্য। কূটনৈতিক সূত্রগুলো মানবজমিনকে জানিয়েছে, গত নভেম্বরে জরিপ অধিদপ্তরের ওয়েবসাইটে প্রদর্শিত মানচিত্র এবং পাঠ্যবইয়ের ভুল সংশোধনের অনুরোধ করে চিঠি পাঠায় চীন। তাৎক্ষণিক জবাবে বাংলাদেশ বিষয়গুলো সংশোধনে সময় চেয়েছে। সূত্র মতে, চীন আপত্তির পরপরই পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়গুলো শিক্ষা মন্ত্রণালয় এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) দায়িত্বশীলদের নজরে এনেছে। এনসিটিবির তরফে বলা হয়, এরই মধ্যে নতুন বই ছাপানোর প্রক্রিয়া শেষ হয়ে গেছে। ফলে আন্তরিকতা থাকলেও নানা কারণে এবার আর সেই ভুল সংশোধনের সুযোগ নেই। তাছাড়া জরীপ অধিদপ্তরের মানচিত্রের বিষয়টিও জটিল। সব মিলে উদ্ভূত পরিস্থিতিতে এ নিয়ে চাপ না বাড়াতে বেইজিংকে অনুরোধ করেছে ঢাকা।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

সমুদ্র উপকূলে নিষেধাজ্ঞা: গাজাবাসীর শেষ আশ্রয় কেড়ে নিল ইসরায়েল

৭৯৬ শিশুর মৃত্যুর রহস্যের জট খুলতে গণকবর খোঁড়া হচ্ছে আয়ারল্যান্ডে

‘তুমি ফুয়েল বন্ধ করলে কেন?’–এয়ার ইন্ডিয়ার পাইলটদের শেষ কথাবার্তা

কোথা থেকে এতো সুন্দর ইংরেজি বলা শিখলেন: লাইবেরিয়ার প্রেসিডেন্টকে প্রশ্ন ট্রাম্পের
