শক্তিশালী পাসপোর্টের তালিকায় ৫ ধাপ পেছাল ভারত
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১১ জানুয়ারী,শনিবার,২০২৫ | আপডেট: ১০:৩৯ পিএম, ১১ জানুয়ারী,শনিবার,২০২৫
২০২৫ সালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় ৫ ধাপ পিছিয়েছে ভারত। হেনলি পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী সর্বশেষ হালনাগাদ করা পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে। গতবার ভারত ছিল তালিকার ৮০ নম্বরে। বর্তমানে ৫ ধাপ পিছিয়ে ভারতের অবস্থান ৮৫ তম অবস্থানে।এক প্রতিবেদনে এ খবর দিয়েছে হিন্দুস্তান টাইমস।গত দুই দশকে, ভারতের পাসপোর্টের র্যাঙ্কিং উল্লেখযোগ্যভাবে ওঠানামা করেছে। ২০০৬ সালে ভারত ৭১ তম স্থানে ছিল, কিন্তু ২০১৫ থেকে ২০২১ পর্যন্ত তা আরও অবনতি হতে থাকে। বিশেষত ২০২১ সালে ৯০ তম স্থানে নেমে আসে ভারত।তালিকায় শীর্ষ রয়েছে সিঙ্গাপুর। দেশটির পাসপোর্টধারীরা ১৯৫টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন। অন্যদিকে একজন ভারতীয় পাসপোর্টধারী ৫৭টি দেশে ভিসামুক্ত ভ্রমণ করতে পারেন।
তবে ভারতীয় কর্তৃপক্ষের দাবি, এই পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, যা ভবিষ্যতে পাসপোর্টের র্যাঙ্কিং উন্নত করতে সহায়তা করবে।ভারতীয় পাসপোর্টধারীরা নেপাল, ভুটান এবং কিছু ক্যারিবিয়ান দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন, কিন্তু শীর্ষস্থানীয় দেশগুলোর তুলনায় ভারতের ব্যবধান বাড়ছে। ভারতের পাসপোর্টের অবস্থান সাধারণত অন্যান্য শীর্ষস্থানীয় পাসপোর্টের তুলনায় কম, যেমন সিঙ্গাপুর, জাপান, এবং দক্ষিণ কোরিয়ার পাসপোর্টধারীরা ১৯০টিরও বেশি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন।বিশ্বের অনেক দেশ ভারতের সাথে ভিসা সুবিধা বাড়ানোর জন্য উদ্যোগ নিলেও, কিছু দেশে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া কঠোর হয়ে উঠেছে, যা ভারতের পাসপোর্টধারীদের আন্তর্জাতিক চলাচল আরও কঠিন করে তুলেছে।
বিশ্বের শীর্ষ ১০টি শক্তিশালী পাসপোর্টের তালিকা:
সিঙ্গাপুর,জাপান ,ফিনল্যান্ড ,ফ্রান্স ,জার্মানি,ইতালি, দক্ষিণ কোরিয়া,স্পেন, অস্ট্রিয়া,ডেনমার্ক