avertisements 2

কাঠের নৌকায় ভেসে ৪০০ রোহিঙ্গা ভিড়ল ইন্দোনেশিয়ায়

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১০ ডিসেম্বর,রবিবার,২০২৩ | আপডেট: ১১:১৭ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪

Text

ছবি: সংগৃহীত

প্রায় দুই সপ্তাহ ধরে আন্দামান সাগরে ভাসার পর ৪০০ রোহিঙ্গা শরণার্থী বোঝাই দুইটি কাঠের নৌকা ইন্দোনেশিয়ার সৈকতে ভিড়েছে। যার মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রোববার (১০ ডিসেম্বর) স্থানীয় কর্তৃপক্ষ রোহিঙ্গা শরণার্থীদের গ্রহণ করবে না বলে জানানোর পর এ পরিস্থিতির 

এসব রোহিঙ্গা শরণার্থীরা ২টি নৌকা করে বাংলাদেশ থেকে এসেছে। স্থানীয় সময় রোববার রাত ৪টায় নৌকায় করে উপকূলে এসে পৌঁছায় প্রায় ৪০০ শরণার্থী। রোহিঙ্গাদের নৌকা যেখানে পৌঁছেছে সেই আচেহ প্রদেশের পিডি সোশ্যাল এজেন্সির প্রধান মুসলিম বলেছেন, শরণার্থীদের নৌকা যেখানে থেমেছে সেখানেই রাখা হবে। এবার আর সরকার তাদের জন্য কোনো খরচ বহন করবে না।

তিনি বলেন, স্থানীয় সরকার শরণার্থীদের তাবু বা অন্য কোনো মৌলিক চাহিদা প্রদানের দায়িত্ব নেবে না। 
এর আগে গত মাসেও এক হাজারের বেশি রোহিঙ্গা এই উপকূলে এসেছিল। এবার আর স্থানীয় কর্তৃপক্ষ এবং বাসিন্দারা রোহিঙ্গাদের গ্রহণ করতে রাজি নয়। তাদের এবার সমুদ্রে ঠেলে দেওয়ার হুমকিও দেয়া হয়েছে।

২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যার প্রধান লক্ষ্যবস্তুই ছিল এই রোহিঙ্গা জনগোষ্ঠী, যাদের অধিকাংশই মুসলিম। এই গণহত্যা শুরুর পর প্রায় ১০ লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সেখান থেকে প্রতিবছর হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ায় পাড়ি দিতে সমুদ্রে দীর্ঘ ও ব্যয়বহুল যাত্রা করে।


এএফপির সংবাদদাতা জানিয়েছেন, শরণার্থীদের সমুদ্রসৈকতে জড়ো হতে দেখা গেছে। মায়েরা তাদের সন্তানদের কোলে নিয়ে আছেন। শিশুদের বেশির ভাগেরই পর্যাপ্ত জামাকাপড় ছিল না। কেউ কেউ সমুদ্রসৈকতে শুয়ে সমুদ্রযাত্রার পর বিশ্রাম নেওয়ার চেষ্টা করছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2