সন্ধ্যায় ভারত-পাকিস্তানে আঘাত হানতে যাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৫ জুন,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০৫:০৪ এএম, ২০ এপ্রিল,রবিবার,২০২৫

প্রবল শক্তি নিয়ে পাকিস্তান ও ভারতের উপকূলে আঘাত হানতে যাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। বৃহস্পতিবার বিকাল নাগাদ দেশ দুটির উপকূলীয় অঞ্চলে ঝড়টি আঘাত হানতে পারে।
ঘূর্ণিঝড়ের কারণে গুজরাটের কুচ ও ৮টি অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এ পর্যন্ত ৫০ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।
‘বিপর্যয়ে’র জেরে গুজরাটের উপকূল এলাকায় অনেক ট্রেন বাতিল করা হয়েছে। গুজটের উপকূলে মোতায়েন করা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১৭টি দল এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১২টি দল।
ভারতে ঝড়ের প্রভাবে ভারি বৃষ্টিপাতে সাতজনের মৃত্যু হয়েছে। এরইমধ্যে গুজরাটে একটি মৃদু ভুমিকম্পে আতঙ্কিত হয়ে পড়েছেন উপকূলের বাসিন্দারা।
রেড অ্যালার্ট জারি হয়েছে পাকিস্তানের সিন্ধু প্রদেশে। দেশটির উপকূলীয় এলাকাগুলো থেকে প্রায় ৭০ হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে নেয়া হয়েছে। সিন্ধুতে মূল আঘাত হানলেও পাকিস্তানের করাচির উপকূলীয় এলাকায় এর প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে। এজন্য করাচিতেও জারি করা হয়েছে সতর্কতা।
আরব সাগরে সৃষ্ট শক্তিশালী এ ঘূর্ণিঝড় ভারতের সীমান্তবর্তী পাকিস্তানের করাচিতে সরাসরি কোনো আঘাত হানবে না বলে জানায় ভারতীয় আবহাওয়া দপ্তর (আইএমডি)। তবে ঝড়ে মারাত্মক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে পাকিস্তান ও ভারত সরকার।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

বিবিসির প্রতিবেদনে এবার উঠে এলো আয়নাঘরের ভয়াবহ চিত্র

৩৬টি হামলায় শুধু নারী-শিশুদের হত্যা করেছে ইসরায়েল: জাতিসংঘ

যুক্তরাষ্ট্রের শুল্কনীতিতে নাটকীয় পরিবর্তন: ট্রাম্পকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার

বাংলাদেশের মঙ্গল ভারতের চেয়ে বেশি অন্য কেউ কামনা করে না: জয়শঙ্কর
