অস্ট্রেলিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২০ মে,শনিবার,২০২৩ | আপডেট: ০৬:৩১ পিএম, ৭ নভেম্বর,শুক্রবার,২০২৫
অস্ট্রেলিয়ার নিউ কেলেডোনিয়ায় রিখটার স্কেলে সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এর পরপরই সুনামি সতর্কতা জারি করে দেশটির আবহাওয়া দপ্তর। শুক্রবার (১৯ মে) স্থানীয় সময় বেলা ১টা ১০ মিনিটে এই সতর্কতা জারি করা হয়েছে।
অস্ট্রেলিয়ার জনপ্রিয় অবকাশযাপন দ্বীপ লর্ড হোয়ে আইল্যান্ড সুনামি সর্তকতার কেন্দ্রবিন্দুতে রয়েছে বলে জানানো হয়েছে। শুক্রবার ১২টা ৫৭ মিনিটে নিউ কেলেডোনিয়ার উপকূলে লোয়াল্টি আইল্যান্ডে আঘাত হানে ভূমিকম্প।





