মেয়েদের হিজাব নিষিদ্ধের প্রতিবাদকারী নেত্রী ফাতেমার বিজয়
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৪ মে,রবিবার,২০২৩ | আপডেট: ১১:০৩ এএম, ২০ এপ্রিল,রবিবার,২০২৫

সংগৃহীত ছবি।
কানিজ ফাতিমা ভারতের কর্ণাটক রাজ্যের অন্যতম জনপ্রিয় প্রার্থী। ফাতিমা শিক্ষা প্রতিষ্ঠানে মুসলিম মেয়েদের হিজাব পরা নিষিদ্ধ করার তীব্র বিরোধিতা করেছিলেন। তিনি গুলবার্গ উত্তর কেন্দ্র থেকে কংগ্রেস কর্তৃক মনোনীত হয়েছিলেন। তিনি কংগ্রেসের একমাত্র মুসলিম নারী প্রার্থী ছিলেন। জয়ের পর আবারও আলোচনায় আসেন ফাতিমা। খবর আউটলুক ইন্ডিয়ার।
প্রতিবেদনে বলা হয়, বাসবারাজ বোম্মাই নেতৃত্বাধীন বিজেপি সরকার শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করার পর গুলবার্গে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। এ বিক্ষোভের নেতৃত্ব দিয়েছিলেন কানিজ ফাতিমা।
২০২০ সালে নাগরিকত্ব (সংশোধনী) আইনের বিরুদ্ধে নারীদের প্রতিবাদের ক্ষেত্রেও তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। কর্ণাটকে সরকারি কলেজগুলোতে মুসলিম মেয়েদের হিজাব পরা নিষিদ্ধ করা হয়েছিল। এই কংগ্রেস নেত্রী তখন অনেক লড়াই করেছিলেন।
ফাতিমা বিজেপি প্রার্থী চন্দ্রকান্ত বি পাতিলকে পরাজিত করেন। তবে এবারই প্রথম নয়। এর আগে ২০১৮ সালেও তিনি এই লিঙ্গায়েত নেতাকে ৬ হাজার ভোটে পরাজিত করেছিলেন। কানিজ ফাতিমা একজন সমাজকর্মী।
তিনি নারী অধিকার, বিশেষ করে মুসলিম মেয়েদের অধিকারের জন্য লড়াই করছেন। ২০১৮ সালের কয়েকদিন আগে ভোটের মাঠে নামেন ফাতিমা। তার স্বামী কামরুল ইসলাম মন্ত্রী ও ছয়বারের বিধায়ক ছিলেন। তার মৃত্যুর পর ফাতিমা নির্বাচনী মাঠে নামেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

বিবিসির প্রতিবেদনে এবার উঠে এলো আয়নাঘরের ভয়াবহ চিত্র

৩৬টি হামলায় শুধু নারী-শিশুদের হত্যা করেছে ইসরায়েল: জাতিসংঘ

যুক্তরাষ্ট্রের শুল্কনীতিতে নাটকীয় পরিবর্তন: ট্রাম্পকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার

বাংলাদেশের মঙ্গল ভারতের চেয়ে বেশি অন্য কেউ কামনা করে না: জয়শঙ্কর
