পাকিস্তানে স্কুলে গুলি, ৭ শিক্ষক নিহত
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৭ মে,রবিবার,২০২৩ | আপডেট: ১১:১৪ পিএম, ১৫ আগস্ট,শুক্রবার,২০২৫

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলায় গোলাগুলির দুটি পৃথক ঘটনায় সাত শিক্ষকসহ মোট আটজনের মৃত্যু হয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের খবর। এর আগে বৃহস্পতিবার বন্দুক হামলার দুটি ঘটনা ঘটে। জেলা সদর হাসপাতালের ডেপুটি মেডিকেল সুপারিনটেনডেন্ট কাইসার আব্বাস এ তথ্য জানান। তিনি বলেন, গুলির প্রথম ঘটনাটি ঘটে শালজান রোডে। যেখানে এক ব্যক্তি নিহত হন।
এর পরপরই দ্বিতীয় স্কুলে গুলির ঘটনা ঘটে, এতে সাতজন শিক্ষক নিহত হন। ওই সময় স্কুলের পাশেই অবস্থান করছিলেন ডন ডটকমের এক প্রতিনিধি। তিনি জানান, শালজান রোড থেকে স্কুলটি প্রায় ছয় কিলোমিটার দূরে। খাইবার পাখতুনখাওয়া পুলিশ এখনো এ বিষয়ে কোনো বিবৃতি দেয়নি।