avertisements 2

পাকিস্তানে ৮ শিক্ষককে গুলি করে হত্যা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৫ মে,শুক্রবার,২০২৩ | আপডেট: ০১:১১ পিএম, ১২ মার্চ,মঙ্গলবার,২০২৪

Text

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার আপার কুররাম তেহসিল অঞ্চলে অন্তত ৭ জন শিক্ষককে গুলি করে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। খবর ডন ও জিও নিউজের। স্থানীয় পুলিশ জানায়, অজ্ঞাত বন্দুকধারীরা তারি মংগল গভর্নমেন্ট স্কুলের স্টাফরুমে শিক্ষকদের ওপর গুলি চালায়।

এসময় শিক্ষকরা পরীক্ষায় দায়িত্ব পালন করছিলেন।  কর্তৃপক্ষ ওই এলাকার সকল হাসপাতালে জরুরি অবস্থা জারি করেছে। অন্যদিকে কুররাম জেলার আরেক অঞ্চলে আরেক শিক্ষককে গুলি করে হত্যা করা হয়েছে। এ নিয়ে নিহত শিক্ষকের সংখ্যা আটজনে দাঁড়িয়েছে।

গাড়ির ভেতরে নিহত মোহাম্মদ শরীফ নামের ওই শিক্ষকও একই স্কুলের বলে জানিয়েছে দেশটির পুলিশ। শালোজান রোডে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন ওই শিক্ষক। এই ঘটনার পরে, ২৮ এপ্রিল শুরু হওয়া চলমান ম্যাট্রিকুলেশন পরীক্ষা পরবর্তী বিজ্ঞপ্তি না হওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছিল। পুলিশ খুনিদের খোঁজে তল্লাশি চালালেও এখন পর্যন্ত তাদের ধরতে পারেনি।

পাকিস্তানে স্কুলে গোলাগুলির ঘটনা বিরল। এর আগে ২০১৬ সালের ডিসেম্বরে পেশোয়ারের একটি আর্মি স্কুলে বন্দুক ও বোমা হামলায় ১৪০ জনেরও বেশি লোক নিহত হয়েছিল, যাদের বেশিরভাগই ছাত্র ছিল।

দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভী দুটি ঘটনায় দায়িত্বরত নিহত শিক্ষকদের প্রতি শোক প্রকাশ করেছেন। অভিযুক্তের দ্রুত আইন অনুযায়ী শাস্তি হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

সাবেক প্রেসিডেন্ট ও পাকিস্তান পিপলস পার্টির কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি শিক্ষকদের হত্যার জন্য দুঃখ প্রকাশ করেছেন। তিনি এক বিবৃতিতে বলেন, “শিক্ষক তাদের দায়িত্ব পালনের সময় হত্যা করা সন্ত্রাসবাদ, শিক্ষক হত্যার সঙ্গে জড়িত অপরাধীদের বিচারের আওতায় আনা উচিত।" 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2