যুক্তরাষ্ট্রে দুগ্ধ খামারে বিস্ফোরণে ১৮০০০ গরুর মৃত্যু
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৪ এপ্রিল,শুক্রবার,২০২৩ | আপডেট: ১২:৩১ পিএম, ২০ এপ্রিল,রবিবার,২০২৫

যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি দুগ্ধ খামারে বিস্ফোরণে প্রায় ১৮ হাজার গরুর মৃত্যু হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। এক সপ্তাহ আগে অঙ্গরাজ্যটির ডিমিট শহরের কাছে সাউথ ফর্ক ডেইরিতে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এতে এক ব্যক্তি গুরুতর আহত হন, তার অবস্থা সঙ্কটজনক।
কর্তৃপক্ষের ধারণা, খামারটির মেশিনের মাধ্যমে সেখানে মিথেন গ্যাসে আগুন ধরে বিস্ফোরণটি ঘটতে পারে। ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে অগ্নিকাণ্ডে যুক্তরাষ্ট্রজুড়ে খামারে পালা প্রায় ৩০ লাখ প্রাণীর মৃত্যু হয়েছে।
টেক্সাসের ক্যাস্ত্রো কাউন্টির শেরিফ দপ্তর জানিয়েছে, তারা সোমবার সন্ধ্যা প্রায় ৭টা ২১ মিনিটের দিকে (স্থানীয় সময়) একটি খামারে আগুন লাগার খবর পেয়েছিল। শেরিফ দপ্তরটির পোস্ট করা ছবিতে ভূমি থেকে উপরের দিকে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডুলি উঠতে দেখা গেছে।
বিবিসি জানিয়েছে, যখন পুলিশ ও জরুরি পরিষেবার কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন তারা এক ব্যক্তিকে সেখানে আটকা পড়া অবস্থায় দেখতে পান, দ্রুত উদ্ধার করে সঙ্কটজনক অবস্থায় তাকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়।
আগুনে ও ধোঁয়ায় ঠিক কতোগুলো গরুর মৃত্যু হয়েছে তার সঠিক সংখ্যা জানা না গেলেও ওই শেরিফ দপ্তর বিবিসিকে বলেছে, “হিসাব অনুযায়ী ১৮০০০ গরু’ প্রাণ হারিয়েছে। স্থানীয় এক গণমাধ্যমকে শেরিফ সাল রিভেরা জানিয়েছেন, দুধ দোয়ানোর আগে গরুকে যে জায়গায় আটকে রাখা হয় সেখানে আগুন ছড়িয়ে পড়ার পর অধিকাংশ গরুর মৃত্যু হয়।
“কিছু গরু বেঁচে গেছে। কিছু এমনভাবে আহত হয়েছে যে সেগুলেোকে আর বাঁচিয়ে রাখা যাবে না,” বলেছেন তিনি। সার ও পানি নিষ্কাশনের একটি মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়েছিল বলে ধারণা তদন্তকারীদের। মেশিনটি অতিরিক্ত গরম হয়ে গিয়েছিল, সেই গরমে মিথেন বা ওই ধরনের কিছুতে আগুন ধরে বিস্ফোরণ ঘটে বলে মনে করছেন তারা।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

বিবিসির প্রতিবেদনে এবার উঠে এলো আয়নাঘরের ভয়াবহ চিত্র

৩৬টি হামলায় শুধু নারী-শিশুদের হত্যা করেছে ইসরায়েল: জাতিসংঘ

যুক্তরাষ্ট্রের শুল্কনীতিতে নাটকীয় পরিবর্তন: ট্রাম্পকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার

বাংলাদেশের মঙ্গল ভারতের চেয়ে বেশি অন্য কেউ কামনা করে না: জয়শঙ্কর
