avertisements 2

গরমে পুড়ছে পশ্চিমবঙ্গও

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৪ এপ্রিল,শুক্রবার,২০২৩ | আপডেট: ১১:৩৫ এএম, ২০ এপ্রিল,রবিবার,২০২৫

Text

বাংলাদেশে গত কয়েক দিন ধরে তীব্র তাপপ্রবাহ বিরাজ করছে। শুধু বাংলাদেশই নয়, গরমে পুড়ছে পশ্চিমবঙ্গও। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পয়লা নববর্ষের দিন কলকাতাসহ দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুরে তাপপ্রবাহ বইতে পারে। এরই পাশাপাশি আগামী ১৬ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

বলা হয়েছে, চৈত্র মাসের শেষের ক’দিন মারাত্মক পরিস্থিতি তৈরি করেছে আবহাওয়া। রাজ্যের জেলায়-জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে।  আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ১৬ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের পার্বত্য জেলা বাদে বাকি সব জেলাতেই গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। পাশাপাশি আগামী ১৪ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলার পাশাপাশি মালদহ ও দুই দিনাজপুরেও তাপপ্রবাহের পরিস্থিতি চলতে পারে।

এই পরিস্থিতিতে রাজ্যবাসীকে আরো বেশি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সরাসরি রোদ থেকে বাঁচতে দিনে ছায়াযুক্ত এলাকায় থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সবাইকে দিনে সময় মেনে পানি পানের পরামর্শ দেওয়া হয়েছে। বাইরে বেরোলে সুতির কাপড় বা হালকা জামাকাপড় পরতে হবে। সরাসরি সূর্যের তেজ থেকে বাঁচতে ছাতা কিংবা টুপি ব্যবহার করা যেতে পারে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2