avertisements 2

ইসরাইলি সৈন্যদের আবারো আল-আকসা মসজিদে প্রবেশ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৬ এপ্রিল,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০৩:১০ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪

Text

ইসরাইলি সৈন্যরা বুধবার রাতে আবারো অধিকৃত পূর্ব জেরুসালেমের আল-আকসা মসজিদে প্রবেশ করেছে। এর আগে রোজার মধ্যেই মুসুল্লিদের ওপর নৃশংসভাবে চড়াও মসজিদে প্রবেশ করেছিল তারা। বুধবার প্রায় দুই হাজার মুসল্লি তারাবির নামাজ পড়ার সময় ইসরাইলি সৈন্যরা মসজিদের আঙিনায় ঢুকে পড়ে।

মুসুল্লিদের নামাজ ত্যাগ করে ছত্রভঙ্গ করে দেয়ার জন্য ইসরাইলি বাহিনী রাবার বুলেট, টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড নিক্ষেপ করে বলে প্রত্যক্ষদর্শী ফিরাস আল-দিবস মিডল ইস্ট আইকে বলেন। তিনি জানান, সৈন্যরা লোকজনকে ধাওয়া করে, তাদের প্রহার করে।

তিনি বলেন, তারা একটি নতুন বাস্তবতা তৈরী করতে চায়। তারা আল-আকসা মসজিদকে ফিলিস্তিনি শূন্য করতে চায়। বিশেষ করে গতকাল যা হয়েছে, তা বিপর্যয়কর। সহিংসতার মাত্রা ভয়াবহ। পরিচয় প্রকাশ করতে অনিচ্ছুক এক স্বেচ্ছাসেবী মিডল ইস্ট আইকে বলেন, এক ঘণ্টার মধ্যে মসজিদটি প্রায় ফিলিস্তিনি-শূন্য করে ফেলা হয়।

জেরুসালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ৩৫০ জনেরও বেশি গ্রেফতার জেরুসালেমের গুরুত্বপূর্ণ কেন্দ্র আল-আকসা মসজিদে সংঘর্ষের পর ইসরাইলি পুলিশ বুধবার ভোরে ৩৫০ জনেরও বেশি লোককে গ্রেফতার করেছে। বুধবার পুলিশের একজন মুখপাত্র এ কথা জানিয়েছেন।

এক বিবৃতিতে পুলিশ বলেছে, তারা অধিকৃত পূর্ব জেরুসালেমের ওল্ড সিটির আল-আকসা মসজিদের ভিতরে অবস্থান করা ৩৫০ জনেরও বেশি ব্যক্তিকে গ্রেফতার করে সেখান থেকে সরিয়ে নিয়েছে। এসব লোক সেখানে ব্যারিকেড সৃষ্টি করে সহিংসতায় জড়িয়ে পড়েছিল।

তারা জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে ‘মুখোশধারী ব্যক্তি, পাথর ও আতশবাজি নিক্ষেপকারী এবং মসজিদের পবিত্রতা নষ্ট করার সন্দেহভাজন ব্যক্তি’ অন্তর্ভূক্ত রয়েছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2