যাকাত বিতরণের সময় পদদলিত হয়ে নিহত ১২
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১ এপ্রিল,শনিবার,২০২৩ | আপডেট: ০৮:৩৪ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
রমজান উপলক্ষে পাকিস্তানের করাচির একটি যাকাত বিতরণ কেন্দ্রে পদদলিত হয়ে ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। নিহতদের মধ্যে ৩ জন শিশু ও ৯ জন নারী রয়েছেন। পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানায় পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (৩১ মার্চ) নগরীর নাউরুস মোড়ে একটি কারখানার যাকাত বিতরণ কেন্দ্রে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, একটি সংস্থা তাদের কর্মচারীদের পরিবারের সদস্যদের আসতে বলে কারণ যাকাত বিতরণ করা হবে। সেখানে শত শত নারী ও শিশু উপস্থিত হয়।
এদিকে, ভিড়ের মধ্যে গরম ও তাড়াহুড়োয় অজ্ঞান হয়ে পড়েন কয়েকজন নারী। ধাক্কাধাক্কি হয়ে অনেকেই পদদলিত হন এবং অনেকে নিকটবর্তী ড্রেনে পড়ে যান। বিষয়টি বুঝতে পেরে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ গেট বন্ধ করে সবাইকে লাইনে দাঁড়াতে বলে।
পুলিশ জানিয়েছে, এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারি ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। প্রতিষ্ঠানটির সাত কর্মীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, পাকিস্তান ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। জীবনযাত্রার ব্যয় আকাশছোঁয়া হওয়ায় লাখ লাখ মানুষ তিনবেলা খাবার জোগাড় করতে হিমশিম খাচ্ছে।