avertisements 2

ভারতে ছয় মাসের মধ্যে করোনার সংক্রমণ সর্বোচ্চ, নেপালেও বাড়ছে সংক্রমণ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩০ মার্চ,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০৮:৩৫ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪

Text

ভারতে একদিনে ৩ হাজার ১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে যা প্রায় ছয় মাসের মধ্যে সর্বোচ্চ। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশটিতে করোনাভাইরাসে সক্রিয় রোগীর সংখ্যা ১৩ হাজার ৫০৯ ।

এদিকে, দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার দিল্লি সরকার জরুরি সভা ডেকেছে। সেখানে স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজ, স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ হাসপাতাল সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন। এর আগে গত বছরের ২ অক্টোবর ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড হয়। সে সময় মোট আক্রান্তের সংখ্যা ছিল ৩ হাজার ৩৭৫।

দেশটিতে করোনায় নতুন করে ১৪ জনের মৃত্যু হওয়ায় এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৩০ হাজার ৮৬২ জনে। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মহারাষ্ট্রে তিনজন, দিল্লিতে দুজন, হিমাচল প্রদেশে একজন এবং কেরালায় আটজন মারা গেছে।

এছাড়া ভারতের দিল্লি, মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, উত্তরাখণ্ড এবং তেলেঙ্গানাসহ বেশ কয়েকটি রাজ্য এবং অঞ্চলে নতুন করে করোনা সংক্রমণ বেড়েছে।

ভারতের বিজ্ঞানীরা বলছেন, কোভিডের নতুন উপ ধরনের কারণে দেশটিতে সংক্রমণ বাড়ছে। সংক্রমণ এড়াতে দেশটির সরকার জন সাধারণকে ভিড় এড়াতে,মাস্ক ব্যবহার করতে ও টিকার ডোজ সম্পূর্ণ করার অনুরোধ জানিয়েছে।

এদিকে, ভারতের প্রতিবেশি দেশ নেপালেও বাড়ছে করোনা সংক্রমণ। দেশটির রোগ বিশেষজ্ঞরা করোনার নতুন উপ ধরনের কারণে সংক্রমণ ছড়িয়ে পড়েছে বলে আশঙ্কা করছেন। আগে থেকে কোনো ধরনের প্রতিরোধমুলক ব্যবস্থা না নেওয়ায় দেশটিতে করোনার সংক্রমণ বাড়তে পারে বলে সতর্ক করেছেনও তারা।  

নেপালে মঙ্গলবার নতুন করে ২৪ জনের করোনা সনাক্ত হয়েছে। সোমবার, এই সংখ্যা ছিল ৬৯। পরীক্ষায় করোনা সনাক্তের হার পাঁচ শতাংশের বেশি। দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা কর্মকর্তারা জানিয়েছেন, করোনায় আক্রান্ত বেশিরভাগই ভারতফেরত।

চিকিৎসকরা বলছেন, করোনাভাইরাসের নতুন উপ ধরন তরুণদের মারাত্মকভাবে প্রভাবিত না করলেও, বয়স্ক এবং শারীরিকভাবে দুর্বলরা উচ্চ ঝুঁকি রয়েছেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, কাঠমুণ্ডু পোস্ট

বিষয়:

আরও পড়ুন

avertisements 2