হঠাৎ ইউক্রেন পরিদর্শনে পুতিন!
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৯ মার্চ,রবিবার,২০২৩ | আপডেট: ০৫:১৪ এএম, ২৪ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
ছবি: সংগৃহীত
২০১৪ সালে রুশ বাহিনীর দখল করা ক্রিমিয়া উপদ্বীপ সফরে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার (১৮ মার্চ) আকস্মিক এই সফরে পুতিন ইউক্রেনের দখলকৃত অঞ্চল মারিউপোলেও গেছেন। ২০২২ সালের মে মাসে ইউক্রেনীয় বাহিনীকে হটিয়ে দিয়ে মারিউপোল দখল করে রাশিয়া। রবিবার (১৯ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাস নিউজ।
তাস আরও জানায়, পুতিন হেলিকপ্টারে করে মারিউপোলে ঢোকেন। এরপর গাড়িতে করে শহরটির বিভিন্ন জায়গায় ঘুরেন। এছাড়া সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন।
এদিকে, ইউক্রেনীয় শিশুদের জোরপূর্বক রাশিয়ায় নিয়ে যুদ্ধাপরাধ সংঘটিত করার অভিযোগে শুক্রবার (১৭ মার্চ) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। এর একদিন পরই শনিবার (১৮ মার্চ) পুতিন ক্রিমিয়া উপদ্বীপে গেলেন। সেখানে দ্বীপটির সবচেয়ে বড় শহর সেভাস্তোপোল সফর করেন। ওই সময় সেভাস্তোপোলের গভর্নরসহ রাশিয়ার নিয়োগকৃত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ২০১৪ সালে ক্রিমিয়া দখলের ৯ বছর পূর্তির অনুষ্ঠানে যোগ দিতেই সেখানে গিয়েছিলেন তিনি।
গত বছর মারিউপোলে ইউক্রেনীয় বাহিনী তীব্র প্রতিরোধ গড়ে তোলায়, সেখানে প্রচণ্ড হামলা চালায় রাশিয়া। তাদের হামলায় শহরটি প্রায় ধ্বংসই হয়ে যায়। এছাড়া এ শহরের লড়াই নিয়ে প্রাণ হারান প্রায় ২০ হাজার মানুষ। বর্তমানে শহরটি পুননির্মাণের কাজ করছে রাশিয়া। সূত্র: আল জাজিরা