avertisements 2

অবশেষে বিদেশিদের জন্য সীমান্ত খুলছে চীন

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৪ মার্চ,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ০৬:২২ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪

Text

টানা তিন বছর পর চীন প্রথমবারের মতো বিদেশি পর্যটকদের ভিসা দেওয়া আবার শুরু করতে চলেছে। কোভিড-১৯ মহামারী শুরুর পর থেকে তারা বিদেশী পর্যটকদের জন্য ভিসা দেওয়া বন্ধ রেখেছিল। বুধবার থেকে সব ধরনের ভিসা ইস্যু করার মাধ্যমে প্রক্রিয়াটি শুরু করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশি যারা ২০২০ এর ২৮ মার্চের আগে ভিসা পেয়েছিলেন এবং মেয়াদ এখনও আছে, তারাও চীনে প্রবেশ করতে পারবেন। ক্রুজ জাহাজের জন্য হাইনান দ্বীপ এবং সাংহাইতে ভিসা-মুক্ত প্রবেশ আবার শুরু হবে।

হংকং এবং ম্যাকাও থেকে ট্যুর গ্রুপগুলিকে ভিসা-মুক্ত প্রবেশের অনুমতি দেওয়া হবে এবং বিদেশে চীনা কনস্যুলার অফিসগুলোও ভিসার আবেদনগুলো পুনরায় শুরু করবে। গত বছর চীনের অর্থনীতি প্রায় অর্ধ শতাব্দীর মধ্যে সবচেয়ে ধীর প্রবৃদ্ধির মুখোমুখি হয়েছে। এখন সীমান্ত খুলে দেওয়ায় পর্যটন খাত দেশটির অর্থনীতিতে গতি আনতে সহায়তা করবে। 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2