চীনের প্রধানমন্ত্রী হচ্ছেন লি কিয়াং
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১১ মার্চ,শনিবার,২০২৩ | আপডেট: ০৩:৩৪ এএম, ১২ জানুয়ারী,সোমবার,২০২৬
নতুন প্রধানমন্ত্রী হিসেবে কমিউনিস্ট পার্টির নেতা লি কিয়াংকে (৬৩) বেছে নিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। শনিবার সকালে বেইজিংয়ে দেশটির পার্লামেন্ট ন্যাশনাল পিপলস কংগ্রেসে নতুন প্রধানমন্ত্রী হিসেবে লি কিয়াংয়ের মনোনয়ন প্রস্তাব দেন, এর মানে হচ্ছে ২০১৩ সালে প্রধানমন্ত্রী হওয়া লি কেকিয়াংয়ের স্থলাভিষিক্ত হচ্ছেন লি কিয়াং। খবর: দ্য গার্ডিয়ান’র।
চীনের সবচেয়ে বড় শহর সাংহাইয়ের কমিউনিস্ট পার্টির প্রধান ছিলেন লি কিয়াং। শি জিনপিংয়ের ঘনিষ্ট ব্যক্তি হিসেবে পরিচিত লি কিয়াং ২০০৪ সাল থেকে ২০০৭ পর্যন্ত চীফ অব স্টাফ ছিলেন, যখন শি জিনিপিং পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ছিলেন।
গত অক্টোবরে চীনা কমিউনিস্ট পার্টির কাউন্সিলে লি কিয়াংকে পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটিতে দ্বিতীয় শীর্ষ পদে আনা হয়। তখনই তাঁকে পরবর্তী প্রধানমন্ত্রী করা হচ্ছে বলে আভাস মিলেছিল।
অন্যদিকে পাঁচ বছর করে দুই মেয়াদে দায়িত্ব পালনকারী বর্তমান প্রধানমন্ত্রী কেকিয়াং আগামী সোমবার অবসর নেবেন। ২০১৩ সালে যখন কেকিয়াং প্রধানমন্ত্রী হন, কিছুটা উদারপন্থি হিসেবে পরিচিত এই নেতা হয়তো চীনের রাজনৈতিক-সামাজিক পরিসরে পরিবর্তন আনতে কাজ করবেন। পশ্চিমা বিশ্লেষকদের অনেকে আশাবাদ ব্যক্ত করেছিলেন। কিন্তু বলা হয়, প্রেসিডেন্ট শি জিনপিং নানাভাবে তাঁর ক্ষমতা খর্ব করে দিয়েছিলেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
‘আমরা আমেরিকান হতে চাই না’: হুমকির জবাবে গ্রিনল্যান্ডের রাজনীতিকরা
ইরানে হামলার ব্যাপারে গুরুত্বের সঙ্গে ভাবছেন ট্রাম্প
আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই : ট্রাম্প
মার্কিন চাপে ‘বিপুল সংখ্যক’ রাজনৈতিক বন্দি মুক্তি শুরু করলো ভেনেজুয়েলা





