ইমরানের ডাকে সাড়া দেননি সেনাপ্রধান
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৯ মার্চ,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০৬:২৬ পিএম, ১৫ আগস্ট,শুক্রবার,২০২৫

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাক্ষাতের আহ্বানে সাড়া দেননি সেনাবাহিনী প্রধান জেনারেল অসিম মুনির। পাকিস্তানি গণমাধ্যম জিওনিউজের একটি অনুষ্ঠানের সঞ্চালক শাহজেব খানজাদা অজানা একটি সূত্রের বরাত দিয়ে এ দাবি করেছেন।
সূত্রটির সরবরাহ করা তথ্যের ভিত্তিতে গণমাধ্যম ব্যক্তিত্ব শাহজেব খানজাদা দাবি করেন, গত সোমবার ব্যবসায়ীদের সঙ্গে একটি বৈঠকে জেনারেল অসিম মুনির জানান, তাঁর সাক্ষাৎ চেয়ে বার্তা পাঠিয়েছিলেন ইমরান খান।
এর জবাবে পাকিস্তানি সেনাপ্রধান বলেন, রাজনৈতিক নেতার সঙ্গে সাক্ষাৎ করা তাঁর কাজ নয়। তবে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতা ফাওয়াদ চৌধুরী দাবি করেছেন, তাঁর দলের চেয়ারম্যান ইমরান খান সেনাপ্রধানের সাক্ষাৎ চাননি। এদিকে পাঞ্জাবের লাহোরে জারি করা ১৪৪ ধারা ভঙ্গ করায় বেশ কয়েকজন পিটিআই সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ।