পাকিস্তানে বেতন-ভাতা বন্ধ?
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৭ ফেব্রুয়ারী,সোমবার,২০২৩ | আপডেট: ০১:৩৯ এএম, ২১ এপ্রিল,সোমবার,২০২৫

নজিরবিহীন অর্থনৈতিক সংকটে দিন পার করছে পাকিস্তান। রাজনৈতিক অস্থিরতা, নিরাপত্তা ব্যবস্থায় গলদ ও চরম মুদ্রাস্ফীতির মধ্যে বেহাল অবস্থায় দেশটি। এরই মধ্যে সম্প্রতি দেশটির দৈনিক নিউজ ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়, দেশের অর্থ মন্ত্রণালয় সরকারি কর্মচারীদের বেতন-ভাতা, পেনশন ও অন্যান্য ভাতা বন্ধের নির্দেশনা দিয়েছে।
তবে গতকাল শনিবার দেশটির অর্থমন্ত্রণালয় এই দাবি প্রত্যাখ্যান করেছে। পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডনের প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি কর্মচারীদের বেতন-ভাতা, পেনশন ও অন্যান্য ভাতা বন্ধের নির্দেশনা খবর পুরোপুরি মিথ্যা বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। এই নিয়ে গতকাল পাকিস্তানের অর্থমন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তিও জারি করে।
সেখানে বলা হয়েছে, পেনশন ও বেতন-ভাতা বন্ধের নির্দেশনার গুজব ছড়িয়ে পড়েছে। এ ধরনের কোনো নির্দেশনা অর্থ মন্ত্রণালয় দেয়নি এবং এটি পুরোপুরি মিথ্যা। এছাড়া দেশটির সরকারের জারি করা বিবৃতিতে বলা হয়, ইতিমধ্যে পাকিস্তানের মহাহিসাব নিরীক্ষণ দপ্তর আগামী মাসের বেতন- ভাতা ও পেনশন প্রক্রিয়াকরণ শুরু করেছে। সেইসঙ্গে অন্যান্য বিল পরিশোধের প্রক্রিয়াও চলছে।
দেশটির অর্থমন্ত্রী ইশাক দার বলেন, জাতীয় অর্থনৈতিক স্বার্থ ক্ষুণ্ন করতে এই মিথ্যা খবর ছড়ানো হয়েছে। তিনি এই ধরনের খবর এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের থেকে যাচাই না করে প্রকাশ করার আহ্বান জানান।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

বিবিসির প্রতিবেদনে এবার উঠে এলো আয়নাঘরের ভয়াবহ চিত্র

৩৬টি হামলায় শুধু নারী-শিশুদের হত্যা করেছে ইসরায়েল: জাতিসংঘ

যুক্তরাষ্ট্রের শুল্কনীতিতে নাটকীয় পরিবর্তন: ট্রাম্পকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার

বাংলাদেশের মঙ্গল ভারতের চেয়ে বেশি অন্য কেউ কামনা করে না: জয়শঙ্কর
