avertisements 2

প্রেমিকাকে খুন করে ফ্রিজে রেখে ১ ঘণ্টার মধ্যে আরেকজনকে  বিয়ে!

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৫ ফেব্রুয়ারী, বুধবার,২০২৩ | আপডেট: ০৩:৩৪ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪

Text

ছবি সংগৃহীত

ত্রিকোণ সম্পর্ক নিয়ে অশান্তির কারণে নিজ প্রেমিকাকে খুন করলেন দিল্লির এক ধাবার মালিক সাহিল গহলৌত। এরপর সেই মৃতদেহ ফ্রিজে ঢুকিয়ে রাখেন। তারপর প্রেমিকাকে খুনের ঘণ্টাখানেক পর আরেকজনকে বিয়ে করেন তিনি। এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ভারতে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) খুনি প্রেমিক সাহিল গহলৌতকে পুলিশ গ্রেপ্তার করলে এ ঘটনা বেরিয়ে আসে। 

পুলিশের জিজ্ঞাসাবাদে নিক্কি যাদবের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খোলেন সাহিল। অভিযুক্ত জানায়, ২০১৮ সালে উত্তম নগরের কাছে একটি কোচিং সেন্টারে নিক্কির সঙ্গে তার আলাপ হয়। কিছু দিন মেলামেশার পর তাদের বন্ধুত্ব প্রেমের সম্পর্কে গড়ায়। সাহিল এবং নিক্কি সম্পর্কে আসার পর একসঙ্গে থাকতে শুরু করেন।

সাহিল আরও বলেন, তার পরিবার ক্রমাগত তাকে বিয়ের জন্য জোর করছিল। শেষ পর্যন্ত ২০২২ সালের ডিসেম্বরে পরিবারের পছন্দের মেয়ের সঙ্গে সাহিলের আশীর্বাদ এবং বিয়ের দিন ঠিক করা হয়। চলতি বছরের ৯ এবং ১০ ফেব্রুয়ারি বিয়ে করার কথা ছিল সাহিলের। কিন্তু নিক্কিকে এই বিষয়ে কিছুই জানাননি তিনি।

সাহিলের বিয়ের ব্যাপারে পরে জানতে পারেন ২৬ বছর বয়সী নিক্কি। তারপর দু’জনের মধ্যে এই নিয়ে ঝগড়া শুরু হয়। পুলিশের কাছে সাহিল স্বীকার করেন যে, নিক্কির সঙ্গে গাড়ি চালিয়ে কাশ্মীর গেটের আইএসবিটির কাছে নিয়ে গিয়েছিলেন সাহিল। গাড়ির ভেতরে দু’জনের মধ্যে তুমুল ঝগড়া হয়। তখনই নিক্কিকে খুন করেন তিনি।

খুনের বিবরণ দিতে গিয়ে পুলিশের কাছে সাহিল জানান, গাড়ির ভেতরে থাকা একটি ডাটা কেবলের তার নিক্কির গলায় জড়িয়ে তাকে শ্বাসরোধে খুন করেন। তারপর নিক্কির দেহ নিজের ধাবায় নিয়ে আসেন এবং একটি ফ্রিজের মধ্যে দেহ লুকিয়ে রাখেন। ৯ ফেব্রুয়ারি তার প্রেমিকাকে খুন করেন সাহিল। নিক্কির দেহ ফ্রিজে ভরার ঘণ্টাখানেকের মধ্যে সাহিল বিয়ের পিঁড়িতে বসেন বলেও পুলিশকে জানিয়েছেন তিনি।

সূত্র: আনন্দবাজার

বিষয়:

আরও পড়ুন

avertisements 2