আদালতের রায়ে ২ বছরের লড়াই শেষে শিশুসন্তানকে ফিরে পেলেন ভারতীয় মা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৭ নভেম্বর,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ০৪:৩৩ পিএম, ৭ জানুয়ারী,মঙ্গলবার,২০২৫
সংগৃহীত ছবি
দুই বছরের আইনি লড়াইয়ে পাঁচ বছরের শিশুসন্তানকে মা ভারতীয় নাগরিক সাদিকা সাঈদের জিম্মায় দেওয়ার নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। তবে আদালতের অনুমতি ছাড়া তিনি সন্তানকে নিয়ে দেশের বাইরে যেতে পারবেন না। আর বাংলাদেশি বাবা সপ্তাহে দু’দিন সন্তানকে দেখতে যেতে পারবেন। একই সঙ্গে সাদিকার মামলায় বাবা শাহিনুর টি আই এম নবীকে জামিন দিয়েছেন আদালত।
শিশুসন্তানকে ফেরত চেয়ে রিট শুনানি শেষে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ সোমবার এ রায় দেন।
এর আগে ভারতীয় নারী সাদিকা সাঈদ নিজ শিশুসন্তানকে ফেরত চেয়ে ২০২১ সালে হাইকোর্টে রিটটি করেন। এরপর সন্তান নিয়ে অস্ট্রেলিয়া চলে যান স্বামী শাহিনুর। সম্প্রতি দেশে ফিরে সাদিকার মামলায় শাহিনুর জামিন নিতে গেলে আপিল বিভাগ শিশুটিকে হাজির করার নির্দেশ দেন।
সাদিকার আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ বলেন, দীর্ঘ দুই বছর অসহায় এই মায়ের কষ্ট আমরা দেখেছি। ওর মা অসুস্থ এবং নানি মারা গেছেন। এরপরও তিনি ভারতে যেতে পারেননি।
সন্তানের জন্য ভারতীয় নাগরিকত্ব ছাড়তে চাওয়া এই মা রায়ের পর আদালতকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমি ন্যায়বিচার পেয়েছি। আমার সন্তান বাংলাদেশি। আমি ওর জন্য এ দেশের নাগরিকত্ব নিতে চাই এবং এখানেই থাকতে চাই।
ভারতের হায়দরাবাদের সাদিকার সঙ্গে ঢাকার ধনাঢ্য ব্যবসায়ী পরিবারের সন্তান শাহিনুরের বিয়ে হয় ২০১৭ সালে। হায়দরাবাদে বিয়ের পর তাঁরা মালয়েশিয়ার কুয়ালালামপুরে বসবাস শুরু করেন। তবে কয়েক মাস পর ঢাকায় চলে আসেন। ২০১৮ সালে তাদের ঘরে ছেলে সন্তানের জন্ম হয়। এর মধ্যে সংসারে অশান্তি শুরু হলে সাদিকার স্বজনরা ভারতীয় হাইকমিশনে যোগাযোগ করেন। তবে সমাধান হয়নি।
একপর্যায়ে ২০২১ সালের ৮ আগস্ট সাদিকা শিশুসন্তানকে পেতে আদালতে রিট করেন। পরে হাইকোর্টে মামলা করলে সাদিকার সঙ্গে বিবাহ বিচ্ছেদ করেন শাহিনুর।