রাশিয়া-ইউক্রেন উত্তেজনায় কিয়েভ দূতাবাস বন্ধ করলো অস্ট্রেলিয়া
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৩ ফেব্রুয়ারী,রবিবার,২০২২ | আপডেট: ১০:৩৪ পিএম, ৩ এপ্রিল,বৃহস্পতিবার,২০২৫

ক্রমবর্ধমান উত্তেজনায় ইউক্রেনে অস্ট্রেলিয়ার কিয়েভ দূতাবাস বন্ধের ঘোষণা দিলো ক্যানবেরা। রবিবার এক বিবৃতেতে বলা হয়েছে, কিয়েভের দূতাবাস পশ্চিম ইউক্রেনের লভভ-এ স্থানান্তরিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
ইউক্রেনে আসন্ন রুশ হামলার আশঙ্কা নিয়ে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মারিস পেইনে অস্ট্রেলিয়ানদের অবিলম্বে ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছেন। ছোট নোটিশেই পরিস্থিতি যেকোনও মুহূর্তে বদলে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
যুক্তরাষ্ট্র ও কানাডাসহ বিশ্বের বেশ কয়েকটি দেশ ইতোমধ্যে দূতাবাস সরিয়ে নেওয়ার পাশাপাশি নিজ নিজ নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশনা দিয়েছে। এর মধ্যে নতুন করে যুক্ত হলো অস্ট্রেলিয়া। রাশিয়া যেকোনও দিন ইউক্রেনে ভয়াবহ আক্রমণ শুরু করতে পারে এমন আতঙ্কে প্রস্তুতি নিচ্ছে দেশগুলো।
ইউক্রেন, বেলারুশ ও পশ্চিম রাশিয়ার সীমান্তে দেড় লক্ষাধিক রুশ সেনা মোতায়েন করেছে বলে দাবি করছে পশ্চিমাদেশগুলো। ইউক্রেনে হামলা চালানোর জন্যই এই প্রস্তুতি। তবে কিয়েভে হামলার কোনও পরিকল্পনা নেই বলে দাবি করছে রাশিয়া।
সূত্র: আরটি।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের নতুন হাই কমিশনারের পরিচয়পত্র পেশ

লাকেম্বা মসজিদে অনলাইন হুমকি নিয়ে তদন্ত চলছে

সিডনীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিডনিতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও নিষিদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ সভা
