২১ ফেব্রুয়ারি পর্যটকদের জন্য সীমান্ত খুলে দিচ্ছে অস্ট্রেলিয়া
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১২ ফেব্রুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ০২:০৩ এএম, ১৬ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২৫

ভ্যাকসিন নেয়া পর্যটকদের জন্য সীমান্ত খুলে দিচ্ছে অস্ট্রেলিয়া। প্রধানমন্ত্রী স্কট মরিসন সোমবার এ ঘোষণা দিয়েছেন। এরফলে দীর্ঘ দুই বছর পর পর্যটক ও অন্য ভিসাধারীদের জন্য দেশটিতে প্রবেশ সহজ হতে চলেছে। আগামি ২১ ফেব্রুয়ারি থেকে এই ঘোষণা কার্যকর হবে।
প্রধানমন্ত্রী মরিসন বলেন, আপনি যদি দুই ডোজ ভ্যাকসিন নিয়ে থাকেন তাহলে আপনাকে স্বাগত জানাতে যাচ্ছি আমরা। যারা অস্ট্রেলিয়ায় প্রবেশ করবেন তাদেরকে শুধু ভ্যাকসিন গ্রহণের প্রমাণপত্র দেখাতে হবে। এটাই আইন, সবাই তা মেনে চলবেন সে আশাই করছি। কোভিড শুরু হওয়ার পর কঠিনভাবে সীমান্ত নিয়ন্ত্রণ করেছে অস্ট্রেলিয়া।
২০২০ সালের মার্চেই বন্ধ করে দেয়া হয় সীমান্ত। বিদেশিদের জন্য অস্ট্রেলিয়ায় প্রবেশ কঠিন করা হয়। যদিও গত ডিসেম্বর মাস থেকে কিছু আন্তর্জাতিক ছাত্র ও অভিবাসীদের দেশে প্রবেশ করতে দেয়া হয়।
নতুন নিয়মের অধীনে শারীরিক কারণে ভ্যাকসিন গ্রহণ না করাদের জন্যেও অস্ট্রেলিয়ায় প্রবেশের সুযোগ রাখা হয়েছে। তবে এ জন্য তাদেরকে কারণ দেখিয়ে আলাদা আবেদন করতে হবে। আবেদন গ্রহণযোগ্য হলে তারা অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে পারবেন। সেক্ষেত্রে তাদেরকে হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হবে।
উল্লেখ্য, এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার ২৭ লাখ মানুষ কোভিডে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে প্রাণ হারিয়েছেন ৪ হাজার ২৪৮ জন। দেশটির ৮০ শতাংশ মানুষ ভ্যাকসিনের দুই ডোজ গ্রহণ করেছেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

অস্ট্রেলিয়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফ্রম রেসিস্ট্যান্স টু রিফর্ম: গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জুলাই সলিডারিটি অস্ট্রেলিয়ার উদ্যোগে শহীদ স্মরণে ৩৬ জুলাই উদযাপন

অস্ট্রেলিয়ান পার্লামেন্টে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণবিপ্লব পালিত

জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ভিক্টোরিয়া শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত
