avertisements 2

চীন ঘুরে আসা পর্যটকদের জন্য অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের সীমান্ত বন্ধ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২ ফেব্রুয়ারী,রবিবার,২০২০ | আপডেট: ০৬:৩৭ এএম, ১৬ আগস্ট,শনিবার,২০২৫

Text

করোনাভাইরাস সংক্রমণের শঙ্কায় চীন-ফেরত বিদেশি পর্যটকদের জন্য সীমান্ত বন্ধ করে দিল যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। আগেই এই নিষেধাজ্ঞা জারি করেছিল রাশিয়া, জাপান, পাকিস্তান, ইটালি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, এমন পদক্ষেপে ভালোর তুলনায় খারাপ বেশি হবে। এতে তথ্য আদানপ্রদানে প্রতিবন্ধকতা তৈরি হবে।

চিকিৎসা সামগ্রী সরবরাহ ও অর্থনীতি ধাক্কা খাবে। পর্যটকরা বেআইনি পথে দেশগুলোতে ঢুকবে। ফলে সংক্রমণের শঙ্কা আরো বাড়বে। এভাবে ভ্রমণে বিধিনিষেধ জারির সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে চীন। নোভেল করোনাভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে ২৫৯। চীনের উহানে এই ভাইরাস সংক্রমণের শিকার হতে পারে ৭৫ হাজার আটশ জন।

অধিকাংশ মৃত্যুই ঘটেছে হুবেই প্রদেশে। ব্রিটেন, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও জার্মানির মতো দেশেও ভাইরাস সংক্রমণের ঘটনা ঘটেছে। সংক্রমণ ঠিকাতে জনস্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা ঘোষণা করে গত দু’সপ্তাহের মধ্যে চীনে গেছেন, এমন বিদেশিদের প্রবেশ বন্ধ করেছে যুক্তরাষ্ট্র। হুবেই প্রদেশ থেকে আসা মার্কিন নাগরিকদেরও দেশে ফেরার পর ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।  ক্যালিফর্নিয়ায় শুক্রবার আরো এক জন করোনাভাইরাস আক্রান্তের খবর পাওয়া গেছে।

পশ্চিম আমেরিকার রাজ্যে করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল সাতজনে।  এদিকে চীন-ফেরত নাগরিকদের দুই সপ্তাহ নজরদারিতে রাখার কথা ঘোষণা করেছে অস্ট্রেলিয়াও। একই সিদ্ধান্ত দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, নিউজিল্যান্ডেরও।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2