avertisements 2

অস্ট্রেলিয়ার সিডনিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০০ এএম, ২৮ আগস্ট, বুধবার,২০২৪ | আপডেট: ০৬:১৫ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪

Text

গত রবিবার, ২৫ই আগস্ট বিকাল ৫.৩০ ঘটিকার সময় সিডনির লাকেম্বা লাইব্রেরী হলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, অস্ট্রেলিয়ার শাখার উদ্যোগে ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় অস্ট্রেলিয়া শাখা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মশিউর রহমান তুহিনের সভাপতিত্ব করেন এবং  সভা পরিচালনা করেন সদস্য সচিব মো: জাহিদুর রহমান। 

এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক সম্পাদক( যুগ্ন সম্পাদক পদ মর্যাদা) মোহাম্মদ অমি ফেরদৌস। এছাড়াও আমন্ত্রিত বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অস্ট্রেলিয়া শাখার সভাপতি এ এফ এম তাওহিদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম রনি। এছাড়াও বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়া শাখার যুগ্ন আহবায়ক খাজা দাউদ হোসেন, আহসান হাবিব, মোস্তাফিজুর রহমান লাভু, ওয়ারিছ মাহমুদ, মোহাইমেন মিশু, পবিত্র বড়ুয়া। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন খাদিজা রূপম, আজিজুন নাহার, আব্দুর রহিম, রুমান আহমেদ, মিঠু বেপারী, মোঃ নূর আলম, আব্দুল হান্নান, মোঃ নুরুল হুদা, তানিম, আক্তার উজ জামান সহ আরো অনেকে। 

উল্লেখ্য, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানোর কথা চিন্তা করে ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নামে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2