avertisements 2

ঢাবির সূর্যসেন হল থেকে ছাত্রলীগ নেতাকে অস্ত্রসহ আটক

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৯ জানুয়ারী, বুধবার,২০২২ | আপডেট: ০২:২৩ এএম, ২৯ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২৪

Text

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল থেকে অস্ত্রসহ আল আমিন খান নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে হল প্রশাসন। পরে তাকে প্রক্টোরিয়াল টিমের মাধ্যমে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাতে সূর্যসেন হলের ১০২ নম্বর কক্ষ থেকে আটক করা হয়। আল আমিন বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী। তবে তার বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব নেই বলে জানা গেছে।

হল সূত্রে জানা যায়, আটককৃত আল আমিন খান রিজন ছাত্রলীগের হলের পদ প্রত্যাশী পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরেই চাঁদাবাজি করে আসছিল। হলের বিভিন্ন দোকানে ফাও খেত। পরে ভুক্তভোগীরা প্রশাসনকে অবহিত করলে প্রশাসন তাকে আটক করে। 

এই বিষয়ে সূর্যসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. মকবুল হোসেন ভূঁইয়া বলেন, ‘আমরা হল প্রশাসন সব সময় হলের শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে সোচ্চার। গোপন সংবাদের ভিত্তিতেই আমরা হল প্রশাসন তার রুমে অভিযান চালিয়ে একটি পিস্তল, হকিস্টিক, রডসহ তাকে আটক করি। বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী আটকের পর তাকে প্রক্টরিয়াল টিমের হাতে দেওয়া হয়েছে। তারা তাকে থানায় হস্তান্তর করবে। হল প্রশাসনের পক্ষ থেকে পুলিশকে একটি লিখিত অভিযোগও দেওয়া হয়েছে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী বলেন, ‘হল প্রশাসনের সহযোগিতায় তাকে আটক করা হয়। এখন তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।’

বিষয়:

আরও পড়ুন

avertisements 2