avertisements 2

হাসপাতালে করোনা ইউনিটে রোগীর পাশেই কুকুরের বিশ্রাম

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১:৪৪ এএম, ৫ সেপ্টেম্বর,শনিবার,২০২০ | আপডেট: ০৭:২২ পিএম, ২৫ এপ্রিল,বৃহস্পতিবার,২০২৪

Text

হাসপাতালে করোনা রোগী ও কুকুরের বসবাস এখন একসাথেই। উপরে রোগী নীচে বিশ্রাম নিচ্ছে কুকুর। হ্যাঁ, এমনই দৃশ্য দেখা গেছে নারায়ণগঞ্জ শহরের খানপুর হাসপাতালের করোনা ওয়ার্ডে। বর্তমানে হাসপাতালটি করোনা রোগীর চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে। বৃহস্পতিবার বিকেলে রোগীদের ওয়ার্ডে কুকুরটিকে নিয়েই দীর্ঘ সময় পার করেন রোগীরা। পরে এক রোগীর স্বজন কুকুরের ছবিটি তুলে ফেসবুকে পোস্ট করেন। 

ছবিতে স্পষ্ট দেখা গেছে, কুকুরটি করোনা ইউনিটে ঘোরাফেরা করছে। এ ব্যাপারে রোগীদের সাথে কথা বলতে চাইলে তারা জানান, কুকুরটিকে নিয়েই দিন ও রাতের অনেক সময় কাটে তাদের। কুকুরটি একেক বেডের নিচে শুয়ে থাকে, মাঝে মাঝে ডাক দিলেও তেমন বিরক্ত করে না। প্রায় সময়ই এমন কুকুর হাসপাতালে ডুকে পড়ে বলে অভিযোগ তাদের।

এ ব্যাপারে জানতে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. গৌতম রায় জানান, বিষয়টি আমার জানা নেই, তবে এমন হয়ে থাকলে দুঃখজনক। তবে আইসিইউ ইউনিট বা করোনা ইউনিট বা ওয়ার্ড যেখানেই কুকুর প্রবেশ করুক না কেন এ সংবাদটিই তো দুঃখ পাবার মতো। বিষয়টি দেখা হবে।

বিষয়টি শুনে তিনি বলেন, আমি গণমাধ্যমকর্মীদের কাছ থেকেই খবরটি পেয়েছি। শুনে খুব আঘাত পেয়েছি। আসলে আমার বলার কিছু নেই। উল্লেখ্য, বর্তমানে (৪ সেপ্টেম্বর পর্যন্ত) হাসপাতালের আইসিইউ ইউনিটে ৩ জন এবং পুরো হাসপাতালে মোট ১৭ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2