করোনার নতুন ধরন সব বয়সের জন্যই ঝুঁকির
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:১২ পিএম, ৪ জানুয়ারী,সোমবার,২০২১ | আপডেট: ০৮:১৮ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
বিশ্বজুড়ে নতুন ভীতি তৈরি করেছে করোনাভাইরাসের নতুন ধরন। প্রাথমিক গবেষণার ভিত্তিতে বিজ্ঞানীরা বলেছিলেন, নতুন ধরনটি শিশুদের মধ্যে বেশি ছড়াচ্ছে। তবে নতুন এক গবেষণায় দেখা গেছে, এই ধরনটি সব বয়সের মানুষকেই সমানভাবে সংক্রমিত করছে।
এ ছাড়া করোনার পুরনো ধরনটির তুলনায় নতুনটির পুনর্জনন (আর নাম্বার) ০.৪ থেকে ০.৭ শতাংশ বেশি। অর্থাৎ নতুন ধরনটি অনেক বেশি সংক্রামক।
গবেষণাটি করেছেন যুক্তরাজ্যের একদল গবেষক, যেখানে করোনার নতুন ধরনটি সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে। গবেষকরা বলছেন, ‘আর নাম্বার’ ১-এর নিচে থাকলে সাধারণত সংক্রমণের হার কমতে থাকে। কিন্তু নতুন ধরনটিতে এর পরিমাণ ১.১ থেকে ১.৩ পর্যন্ত পাওয়া গেছে।
গবেষকরা জানিয়েছেন, নতুন ধরনটিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি সব বয়সীর জন্য একই। এর কারণ হিসেবে গবেষকদলের সদস্য ও লন্ডনের ইম্পেরিয়াল কলেজের অধ্যাপক অ্যাক্সেল গ্যান্ডি বলেন, ‘শুরুর দিকে গবেষণাটি হয়েছিল স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের ওপর। তখন বয়স্করা মোটামুটি নিয়ন্ত্রিত জীবন যাপন করতেন। এ জন্য প্রাথমিক গবেষণায় শিশুদের সংক্রমণের ঝুঁকি বেশি মনে হয়েছিল।’ সূত্র : বিবিসি।