জম্মু-কাশ্মীরে রহস্যময় রোগে ১৭ জনের মৃত্যু, তদন্তে বিশেষ দল
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৬ জানুয়ারী,রবিবার,২০২৫ | আপডেট: ১১:৫২ এএম, ৫ ফেব্রুয়ারী,
বুধবার,২০২৫
সংগৃহীত ছবি
ভারতশাসিত জম্মু ও কাশ্মীরে রহস্যজনক রোগে আক্রান্ত হয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৩ জনই শিশু। জম্মুর রাজৌরি জেলার বাদহাল নামে প্রত্যন্ত একটি গ্রামে এই মৃত্যুগুলো ঘটেছে। দেশটির কেন্দ্রীয় সরকার এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। খবর এনডিটিভি’র।
বলা হয়েছে, ডিসেম্বরের শুরু থেকে জম্মুর রাজৌরি জেলার বাদহাল নামে প্রত্যন্ত একটি গ্রামে এই মৃত্যুগুলো ঘটেছে। পরিস্থিতি বিবেচনায় গ্রামটিকে এই সপ্তাহের শুরুতে ‘সংবেদনশীল এলাকা’ ঘোষণা করা হয়েছে। সেই সাথে এই অঞ্চলের প্রায় ২৩০ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে।
রাজৌরির সরকারি মেডিকেল কলেজের প্রধান আমরজিত সিং ভাটিয়া জানিয়েছেন, মৃতদের সবাই গুরুতরভাবে মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের ক্ষতির শিকার হয়েছিলেন। এই স্বাস্থ্য সতর্কতার কারণে এলাকায় শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন, প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, মৃত্যুগুলোর কারণ কোনো সংক্রমণ, ভাইরাস বা ব্যাকটেরিয়া নয়। এটি একটি বিষাক্ত পদার্থের কারণে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বিভিন্ন বিষাক্ত উপাদানের পরীক্ষা চলছে এবং দ্রুত এর সমাধান পাওয়া যাবে বলে আশা করছি।
পাশাপাশি, কোনো ষড়যন্ত্র বা শত্রুতামূলক কার্যকলাপ আছে কিনা, সেটিও তদন্তের আওতায় আনা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর পুণেতে ‘গিলিয়ান-ব্যারে সিন্ড্রোম’ নামে বিরল একটি স্নায়ুরোগে ৭৩ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ২৬ জন নারী এবং ১৪ জন রোগী ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এই রোগে একজন ব্যক্তির রোগ প্রতিরোধ ব্যবস্থা তার স্নায়ুকে আক্রমণ করে। এর ফলে পেশি দুর্বলতা, হাত-পায়ে অনুভূতি হারানো, এমনকি শ্বাস নেওয়া এবং খাবার গিলতে সমস্যা হতে পারে।