avertisements 2

মদের বোতল নিয়ে টিকটক, ইয়াবাসহ হলেন গ্রেফতার

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৯ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০৮:৫৩ পিএম, ২০ এপ্রিল,রবিবার,২০২৫

Text

গ্রেফতারকৃত আমান (বায়ে) ও মদের বোতলসহ টিকটক করার দৃশ্য

মদের বোতল নিয়ে নানা ভঙ্গিতে মদ খেয়ে গানে গানে টিকটক করে পরিচিত পাওয়া আমান উল্লাহ আমান (২৮) ওরফে টিকটক আমানকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পটুয়াখালী গোয়েন্দা পুলিশ। 

সোমবার (১৬ জানুয়ারি) রাতে গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের বাদুরা বাজার এলাকার আমানের বসতঘরে অভিযান চালিয়ে ১১০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।  এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে মামলা করলে আদালত মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে  আমানকে জেল হাজতে প্রেরণ করে। 

গ্রেফতারকৃত আমান পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ছোট আউলিয়াপুর গ্রামের আঃ ছালাম মৃধার ছেলে। 

পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশর অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে তার বসতবাড়ি থেকে ১১০ পিচ ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

গ্রেফতার আমান উল্লাহ আমান তার টিকটক একাউন্টে বিদেশি মদের বোতল নিয়ে এবং মদ পান করে বেশ কয়েকটি ভিডিও আপলোড করে বলেও জানান ওসি ডিবি। 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2