টিকটক ভিডিও দেখতে নিষেধ করায় কলেজছাত্রীর আত্মহত্যা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৪ জানুয়ারী,শনিবার,২০২৩ | আপডেট: ০১:১০ পিএম, ১৮ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২৫

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মোবাইল ফোনে টিকটক ভিডিও দেখা নিষেধ করায় মায়ের সঙ্গে অভিমান করে লিজা খাতুন (১৭) নামে এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শুক্রবার রাতে উপজেলার বড়হর ইউনিয়নের পূর্বদেলুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
লিজা ওই গ্রামের লুৎফর রহমানের মেয়ে ও উল্লাপাড়া এইচটি ইমাম গার্লস স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।
পরিবারের বরাত দিয়ে উল্লাপাড়া থানার এসআই অরূপধন মণ্ডল জানান, লেখাপড়া বাদ দিয়ে সব সময় মোবাইলে টিকটক ভিডিও দেখতো লিজা। এ নিয়ে তার মা প্রায়ই বকাঝকা করতেন। শুক্রবার সকালে লিজার হাত থেকে মোবাইল ফোন কেড়ে নেন মা।
মায়ের উপর অভিমান করে সন্ধ্যার দিকে নিজের শয়নকক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন লিজা। পরে লিজার বাবা ঘরে প্রবেশ করে দেখেন গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে লিজা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরুতহাল রিপোর্ট তৈরি করে। পরে কারও কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

ডিবি হারুনের ভয়ভীতি দেখিয়ে ১৬ কোটি আত্মসাৎ, ব্যবসায়ীর মামলা

কুবি ছাত্রী সুমাইয়াকে ধর্ষণের পর গলাটিপে হত্যা: আসামির স্বীকারোক্তি

আলোচিত সাদাপাথর লুটের ঘটনায় পদ হারানো সেই বিএনপি নেতা গ্রেপ্তার

মা-মেয়েকে হত্যার অনুসন্ধান: আসামি সেই কবিরাজের বিরুদ্ধে বেরিয়ে এলো চাঞ্চল্যকর
