মাদারীপুরে বিস্কুট চুরির অপরাধে শিশুকে পাশবিক নির্যাতন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩ জানুয়ারী,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ১০:৩০ এএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪
মাদারীপুরে বিস্কুট চুরির অপরাধে ৯ বছরের শিশু নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার নওহাটা এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনার মাদারীপুর সদর থানায় লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগী লিওন ফকির একই এলাকার দুলাল ফকিরের ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
ভুক্তভোগীর স্বজনদের অভিযোগ, লিওন বাড়ির পাশের মান্নার খাঁর দোকান থেকে এক প্যাকেট বিস্কুট খায়। দোকানদার মান্নান খাঁকে না বলে বিস্কুট নেওয়ায় ক্ষিপ্ত হয়ে শিশুটির হাত বেঁধে বাড়িতে নিয়ে কাঠ দিয়ে মারতে থাকে। খবর পেয়ে শিশুটির মা রাজিয়া বেগম অনুরোধ করে শিশুটিকে ছাড়িয়ে বাসায় নিয়ে যায়। মারধরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে।
ভুক্তভোগী লিওন ফকির বলেন, আমার বন্ধু আমিন খাঁ আমাকে বিস্কুট নিতে বলেছিল। ওর জন্য এক প্যাকেট আর আমার জন্য এক প্যাকেট নিয়েছি। পরে দোকানদার এসে আমাকে দড়ি দিয়ে হাত বেঁধে কাঠের লাঠি দিয়ে মারে। আমি অনেকবার ক্ষমা চেয়েছি, উনি আমার কথা শোনেনি।
শিশু লিওন ফকিরের মা রাজিয়া বেগম বলেন, ও ছোট মানুষ হয়তো ভুল করে বিস্কুট খেয়েছে। তাই বলে এভাবে কেউ মারে। আমাদের কাছে বললে আমরা বিস্কুটের দাম দিয়ে দিতাম।
এ বিষয়ে জানতে অভিযুক্ত মান্নান খাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আবু সফর হাওলাদার বলেন, আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে শিশুটিকে হাসপাতালে ভর্তি রেখেছি।
এ বিষয়ে সদর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।