বঙ্গবন্ধুর সেই সাড়ে সাত কোটি কম্বলের ১টি কম্বল এখনো আগলে রেখেছেন আব্দুর রহিম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩ জানুয়ারী,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ০১:৩৫ পিএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হতদরিদ্র আব্দুর রহিম প্রামাণিক বয়সের ভারে এখন ন্যুব্জ। জীবনভর ৮ সদস্যের পরিবারের ভরণপোষণ করে এখন তিনি ক্লান্ত পরিশ্রান্ত। তীব্র অভাব আর অনটন সত্বেও হতদরিদ্র আব্দুর রহিম ৪ দশক ধরেজাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া উপহার সাড়ে ৭ কোটি কম্বলের ১টি বন্ধবন্ধুর প্রতি নিঃখাদ ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে অক্ষত অবস্থায় বুকে আগলে রেখেছেন।
জানা গেছে, ২ ভাই ও ৭ বোনের সংসার ছিল আব্দুর রহিমদের। বড় ভাই সাবেক সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা আনছার আলী ১৯৭৪ সালে মারা যান। বড় ভাই মারা যাবার পর রহিমতার পিতার নিকট থেকে বঙ্গবন্ধুর দেয়া উপহার কম্বলটি পান। আব্দুর রহিম অর্থাভাবে শীতবস্ত্র ক্রয় করতে না পারলেও সাড়ে প্রায় অর্ধ শতাব্দী ধরো জাতিরজনকের উপহারটি না নিজে ব্যবহার করেছেন; না পরিবারের কাউকে ব্যবহার করতে দিয়েছেন!
রহিম প্রামানিক বর্তমানে বয়সের ভারে নূব্জ হয়ে পড়লেও বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধাবোধ আর অকৃত্রিম ভালোবাসার কারণে তিনি কম্বলটিকে নূব্জ হতে দেননি। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকহতদরিদ্র অসুস্থ্য আব্দুর রহিমের একটাই ইচ্ছা- বঙ্গবন্ধুর দেয়া উপহার যেভাবে তিনি আজ অবধি সযত্নে সংরক্ষণ করেছেন; তার মৃত্যুর পরও যেনো সেটি আজীবন সংরক্ষণ করে রাখা হয়!